মা ছেলেকে উপদেশ দিচ্ছেন, "চুরি করলে পাপ হয়। পুলিশে ধরে নিয়ে যায়..."
ছেলেঃ আচ্ছা আম্মু, তুমিতো প্রায়ই আব্বুর পকেট থেকে টাকা চুরি করো। কই, তোমাকেতো পুলিশে নিয়ে যায় না।।।
২.
শিক্ষক ছাত্রদেরকে বুঝাচ্ছেন, "তোমরা কেউ যদি কখনো দেখ কেউ পানিতে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার চুল টেনে ধরে তাকে পানি থেকে উদ্ধার করবে..."
ছাত্রঃ স্যার, আপনি যদি ডুবে যান তাহলে উদ্ধার করবো না।
শিক্ষকঃ কেনো?
ছাত্রঃ কারণ আপনার মাথায়তো চুলই নাই।।।
৩.
এক ভদ্রলোক দুপুরে খাওয়ার পরে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। এমন সময়ে হঠাৎ বন্দুকের বিকট আওয়াজ শুনে সে চমকে উঠলো। চাকরকে উদ্দেশ্য করে বললো, "কিরে আবুল, বন্দুকের আওয়াজ আসলো কোথা থেকে???"
চাকরঃ মাফ করবেন হুজুর। ঘরের চালে একটা কাক কা কা করছিল। যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, তাই ঐ কাকটাকে বন্দুর দিয়ে গুলি করেছি...
৪.
একদিন এক শিক্ষক তার ছাত্রের কাছে প্রশ্ন করলো, "আচ্ছা, বলতো হাসান, তোমার সামনে যদি এক দিকে কিছু টাকা আর অন্য দিকে জ্ঞান রাখা হয়, তবে তুমি কোনটা নেবে?"
ছাত্রঃ স্যার, আমি টাকা নেব।
শিক্ষকঃ আমি হলে কিন্তু জ্ঞানটাই নিতাম।
শিক্ষকের কথা শুনে ছাত্র বললো, "যার যেটার অভাব সেতো সেটাই নেবে স্যার..."
৫.
গৃহকর্তাঃ কেমন আছেন, অনেক দিন পরে এলেন, তা আজকে তো আর থাকবেন না, আবার কবে আসবেন তা হলো?
অতিথিঃ অনেকদিন পরে এলাম। আমি যেতে চাইলেইতো আর যেতে দেবেন না, লুঙ্গিটা দিন, গোসলটা সেরেই আসি।।।
৬. এইবার ফ্রি জোকস্-টা...
এক ব্যাক্তি পথে যেতে যেতে গান গাইছে, "রুপে আমার আগুন জ্বলে...♫♫♫"
২য় ব্যক্তি, "দাঁড়ান ভাই, অনেকক্ষণ ধরে আগুন পাচ্ছিনা। একটা সিগারেট ধরিয়ে নেই..."
(আমার পোস্ট করা সকল জোকস্ পাবেন এখানে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




