লেখার মত কিছুই খুঁজে পাচ্ছিলাম না। রেজিষ্ট্রেশন করেছি সেই আড়াইমাস আগে। তার আগে প্রায় ৫-৬ মাস ধরে ছিলাম সামুর একজন পাঠিকা। অন্যদেরকে এবং আমার এক ভাইকে লেখালেখি করতে দেখে আমারও শখ হয়েছিল, একবার রেজিষ্ট্রেশন করেই ফেলি। দেখি, কি হয়। তাছাড়া অন্যদেরকে কমেন্ট করতে দেখেও আমারও খুব কমেন্ট করার ইচ্ছে হত। তাই রেজিষ্ট্রেশন করলাম। কিন্তু যেই কমেন্ট করার ইচ্ছেতে রেজিষ্ট্রেশন করেছি, সেই কমেন্ট আর আমাকে করতে দেয়া হয় না। বলে, আমাকে নাকি ৭দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। সেইদিন যে লগআউট করেছিলাম, পরের ১ মাস আর লগইন করিনি। ১ মাস পরে করে দেখি, ৭দিন নাকি শেষ হয়নি। পরে কর্তৃপক্ষকে মেইল করে জানালাম এবং সাধারণ একজন ব্লগার হিসেবে পরিচয় লাভ করলাম। সেই সাথে কমেন্ট করার অধিকারও পেলাম। এরপরও কারও পোষ্টে তেমন একটা কমেন্ট করিনি। রেজিষ্ট্রেশন করার পরও আগের মতই লগইন না করে ব্লগে বিভিন্ন পোষ্টে ঘুরে বেড়াতাম।
চারদিন আগে রাতে লগইন করে দেখি, আমাকে নিরাপদ ব্লগার বানিয়ে দেয়া হয়েছে।
অনেককেই দেখি, নিরাপদ ব্লগার হলে একটা পোষ্ট দিয়ে আনন্দ প্রকাশ করে থাকেন। আমিও অনেকটা তাই করলাম, তবে একটু অন্যরকমভাবে। আমার খুব জানতে ইচ্ছে করে, আপনাদের প্রিয় ব্লগার কে(কিংবা কারা)?
এতদিন ধরে বিভিন্ন ব্লগারের লেখা পড়তে পড়তে অনেক ব্লগারই আমার প্রিয় ব্লগারের তালিকায় স্থান করে নিয়েছেন।
আপাততঃ যাঁরা আমার প্রিয় ব্লগার, তাঁরা হলেন......
লেখাজোকা শামীম, নাফিস ইফতেখার, নুশেরা আপু এবং ভেবে ভেবে বলি।
আপনাদের প্রিয় ব্লগার কে কিংবা কারা??
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





