১.ছাত্র জীবনে প্রেম,আড্ডা ও অস সঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়।তাই আমি এ ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব।
২.গ্রপ স্টাডির নামে অহেতুক আড্ডা বা সময় নষ্টের চক্রে জড়িয়ে যাচ্ছি কিনা সেদিকে লক্ষ্য রাখব।
৩.সহপাঠী মানেই বন্ধু নয়।সুসম্পর্ক থাকবে সবার সাথে,কিন্তু বন্ধুত্ব তাদের সাথেই যার জীবন চেতনা ও লক্ষ্যের সাথে আমার মিল রয়েছে।
৪.মেধাবী,সহানুভূতিশীল,সুস্বাস্থ্য ও সু্ন্দর ব্যক্তিত্বের অধীকারীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলব।তারাই হবে আমার জ্ঞান,উদ্যম ও আনন্দের উস।
৫.সবসময় সত সঙ্ঘে থাকব।কারণ আমি জানি সতচেতনায় সংঘবদ্ধ মানুষই জীবনে প্রথম হয়।
আমি আপনাদের কাছে জানতে চাই ,এর বাইরে আর কি কিছু আছে যা আমার জীবনকে ধ্বংস করতে পারে?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১২ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





