মেয়েটাঃ কেন জানি না, , , ,
মেঘ গুলো শুধু আমার জানালার পাশে এসে ভির জমায়!
কানে কানে বলে যায়,
তাদের ছুয়ে দিতে
এরপর, তারা নাকি ঝড়বে তোমার বারান্দায়!
আমার স্পর্শে ভেজাবে শুধুই তোমায়, , ,
ঠিক সেই ভেজা সন্ধায়, ছেলেটা ছিল ভিষণ এলো্মেলো, বার বার কোন এক অজানা অচেনা বিরহের হাতছানি!
ছেলেটাঃ ভিজতেই কি চাইনা আমি!
চিনতে কি পারনি এখনো আমায়!
ঝিরি ঝিরি নয়,
প্রবল বৃষ্টি ঝড়ানো এই বর্ষায়
দুঃখ বিলাসী সময়ে আমার
তোমার মনের ঐ খোলা বারান্দায়, , , ,
baby cause i'm missing u now!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




