কি দিয়ে শুরু করবো বুঝতে পারছিনা। গতকাল বিকেলে ঘুম থেকে উঠে সামু দেখছিলাম। কি মনে করে যেন নিজের ব্লগ চেক করতে গিয়ে দেখি জেনারেল থেকে সেফ এ চলে এসেছি। কোনো ভাবান্তর হলো না। সাধারণ ই লাগলো ব্যাপারটা। একমাস ও হয়নি আমার সামুতে। অভিষেক হয়েছিল ১৬ই মার্চ। ১টা পরীক্ষামুলক পোষ্ট আর ১টা সাধারণ পোষ্ট দিয়েছিলাম।
বেশীরভাগ যেটা করতাম, সেটা ছিল কমেন্ট করা, আর ভালো পোষ্ট গুলোকে প্রিয়তে রাখা। একমাসের কম সময়ে এই সাইটে যেটা লক্ষ করলাম, সেটা অনেকটা মিশ্র প্রতিক্রিয়ার মত। আস্তিক - নাস্তিক এর ব্যাপার গুলো তো আছেই, সাথে বোনাস হিসেবে আছে দেশের দুই প্রধান দলের সমর্থকদের একে অপরকে হেনস্থা করার মত পোষ্ট। কমেন্ট এ আছে লোম খাড়া করা গালাগালির শব্দ ভান্ডার। সাথে আছে ছোটখাটো ভুল এর মাশুল দেয়ার জন্য "ছাগু" নামক শব্দের পুরষ্কার। ফেইক নিক এর ব্যাপার স্যাপার গুলো তো থাকছেই।
সবশেষে যেটা না বললেই নয়, রাজাকার ব্লগার এ ভর্তি সামুতে। এদের পোষ্ট গুলোর বিপরীতে তৈরী হয় এন্টি রাজাকার মিলিশিয়া বাহিনী। যা সমাজের সচেতন নাগরিক দ্বারা গঠিত। এটা আমার খুব ভালো লাগে।
এরা যখন রাজাকার ব্লগার দের, নিজেদের কথার "চাকু" দিয়ে রাজাকারদের টুটি চেপে ধরে, জিনিষটা আরো উপভোগ্য মনে হয়। এর পরে শুরু হয় নোংরা কাপুরুষদের (অবশ্যই রাজাকাররা) ফেইক নিক নিয়ে কাজ কারবার, বিশ্রী গালাগালির অতি ঝড়ো বর্ষণ।
লিখতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু পরমুহুর্তে মনে হয়, যে বিষয় নিয়ে লিখব, তার গ্রহণযোগ্যতা কতটুকু। কী-বোর্ডে হাত চালাতে প্রবল ইচ্ছে করে, পরমুহুর্তে হাতটা সরিয়ে নেই। কি দরকার মানুষ এর কথা শোনা। সেধে সেধে "ছাগু" হতে চায় কে?? যদি গালি খাই ??? তারচে ভালো, পোষ্ট পড়ে প্রিয়তে রাখা। সচেতন ব্লগার দের হাই হ্যালো করে ভালো কমেন্ট দিয়ে উৎসাহিত করার চেষ্টা করি। ব্লগার হিসেবে তো গতকালই সেফ হলাম, তার সাথে সাথে ব্লগ পোষ্ট না করে আরো সেফ সাইডেই থাকি।
জয়তু ব্লগিং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




