এস.এস.সি পরীক্ষা ৬ মাস পরেই। সবে মাত্র প্রি-টেষ্ট শেষ হল। যেদিন শেষ হল ঐ দিন ইচ্ছে হল একটা কিছু করার। কিন্তু সে একটা কিছুটা কি সেটা আমার জানা ছিলনা।বিষন্নতায় ভুগছিলাম কিছুদিন যাবৎ। অনেকটা টেনশন ছিল আসল পরীক্ষার জন্য।
প্রি-টেষ্ট শেষ তো কি হয়েছে ? পড়াশোনা তো করতেই হবে। রাতে পড়াশোনা শেষ করে শুতে যাব, এমন সময় মাথায় ইবলিস ভর করলো।
পকেটে মাত্র ২১ টাকা। সিগারেট এর অভ্যাস ছিল একটু আধটু।
আমার গন্তব্য বেইলী রোড সার্কিট হাউসের ইস্টার্ন কর্ণার নামক এপার্টমেন্টে। নিচে নেমে দেখি আমাদের বুড়া দারোয়ান আরামে বিড়ি টানটেসে। মন চাইলো তার থেকে একটা বিড়ি নিয়ে ২ টা বাড়ি দেই।
ভাগ্য ভালো যে আমরা ছিলাম এই পাড়ে। মানে রাস্তা পাড় হয়ে আমরা রমনা পার্কের সাইডে যাইনি। কারন ঐ সাইডেই ছিল হিজড়াদের গ্যাং।
আর আমাদের পাড়ে ছিল রিক্সাওয়ালারা। আমরা জিগাই " ভাই, কি হইসে?? আপনারা গ্যান্জাম করেন কেন ? " উত্তর শুনে যত না অবাক হই তারচে বেশি হাসতে হাসতে দৌড় লাগাই বেইলী রোডের দিকে।
রিক্সাওয়ালার সরল স্বীকারোক্তি " আমাগো ছদরুইল্ল্যা ওগো একটারে লাগাইয়া টাকা না দিয়া ভাইগ্যা গেসে একটু আগে। "
একদৌড়ে বেইলী রোডে এসে আশ্রয় নেই সিদ্ধেশরী গার্লস কলেজের সামনের ফুটপাতে। ২ বন্ধু মিলে কি যে হাসাহাসি। কি না এক অ্যাডভেন্চার হয়ে গেল। বাকি ৫ টা সিগারেট সাবার করে যে যার বাসার দিকে দে দৌড়। রাত বাজে তখন সাড়ে ৪টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




