আজকাল প্রায়ই টিভিতে খবর আসছে গৃহ বধূর আত্নহত্যা , , ,
কেন নারীরা আত্নহননের এই পথ বেছে নিচ্ছে, এর জন্য কে দায়ী?
কিছুটা বাবা-মা, কিছুটা নারী , কিছুটা আমাদের সমাজ ব্যবস্থা। বেশির ভাগ বাবা-মাই মেয়েদের পড়া লেখায় গুরুত্ব দেন না এই ভেবে যে তারাতো ঘর-সুংসার করবে, কিন্তু মেয়েরা যখন স্বামীর পরকীয়া বা দ্বিত্বীয় বিয়ের পর সেই সংসার আর খুঁজে পান না তখন ই এই নির্মম পথ বেছে নেন। যেহেতু তারা শিক্ষিত না, কীভাবে চলবে এই জীবন!! তাকে হয়তো বাবা-মার বোঝা নতুবা অসৎ পথ বেছে নিতে হবে, এর চেয়ে মৃতুই শ্রেয়, , , , তারা যদি আত্ননির্ভর হতো তাহলে হয়তো বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখত, , ,
কতটুকু অসহায় হয়ে তারা নিজ সন্তান কএ হত্যা করছে, , ,
আমাদের কী কিছুই করার নেই??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




