যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কমদামি জিনিস কোনটি?
উত্তর হবে মানুষ
১) ধর্ম যখন মানুষের চেয়ে বড় হয়ে যায়৷ তখনই ধর্মের জন্যে মানুষ মরে৷ ধর্মের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে ধর্ম
২) টাকা যখন মানুষের চেয়ে বড় হয়ে যায়৷ তখনই টাকার জন্যে মানুষ মরে৷
টাকার জন্যে মানুষ নয়, মানুষের জন্যে টাকা৷
৩) জমি যে সময় মানুষের চেয়ে বড় হয়৷ তখনই জমির কারনে মানুষ খুন হয়৷ জমির জন্যে মানুষ নয় মানুষের জন্যে জমি৷
৪) প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় স্ত্রীর উপর হিংসা হয়ে স্বামী খুন৷ মানুষের চেয়ে হিংসা আর জিদাজিদি বড় হয়ে গেল৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


