আমার শেষ পোষ্ট টি ছিল ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২০ মিনিটে, তখন আমার লাইফ ছিল একরকম, এখন সম্পূর্ণ আলাদা,
তখন রাতে যদি বাসায় ফিরতে ইচ্ছে না করত তখন আম্মুকে একটা ফোন করে বলে দিলেই হতো। ইচ্ছে করল বন্ধুদের সাথে আড্ডা দিতে, বসে গেলাম কোন রেস্টুরেন্ট অথবা কোন বন্ধুর বাসায়। যেমন খুশি তেমন করার এ যেন এক অবাধ স্বাধীনতা। এসব বলছি তার মানে এই নয় যে আমি এখন কোন অংশে সুখী নই। বরং এখন আমি আগের থেকেও বেশী সুখী, কারন এখন আমি একজন বিবাহিত পুরুষ। । Recently বিয়ে করেছি, আমার অনেক Friend এখনো জানেনা আমি বিয়ে করেছি। জানানোর সুযোগ পাইনি বললে ভুল বলা হবে। আমি এক প্রকার ইচ্ছে করে কাউকে জানাইনি, Because এখন মাত্র আকদ্ হয়েছে। এখনো বউ ঘরে তুলে আনিনি। বঢ় ভাইয়া বিদেষশ থেকে আসলে তখন বউ তুলে আনব এবং তখন আমার সব Friend দের অবশ্যই দাওয়াত দিব।
খুব আনন্দে দিন কাটাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় এমন আনন্দে থাকতে পারি।
আজকে এতুটুকু লিখেই শেষ করছি। আশা আছে এখন খথকে প্রতিদিন অন্তত একবার কিছু লেখার চেষ্টা করব।
খোদা হাফেজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




