
বন্দুক তাক কর মস্তিষ্কে
আমায় না পারলে
আমার বোনের অথবা প্রেমিকার।
ছিন্নভিন্ন কর সব, হত্যা কর আলো
তুষের মত গুড়িয়ে দাও আমাদের অনুপ্রেরণা।
তবুও তোমাদের বুক ধড়ফড় করবে, ভীতু হবে-
প্রেমিকার লাশে,রক্তকণিকায়, আমাদের স্বপ্নে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




