১। মমি
উঠোনে কোনো নদী ছিলনা
দৌড়ে মরেছিলাম ভরা সমুদ্রে।
তুমি বড্ড নিষ্ঠুর হে অন্তর্যামী
শরীরটা পঁচেনি, এখন জীবন্ত মমি।
২। বিপ্লবের জল আসুক
এ নগর যেন ভিন্ন এক নদী,
এই দুই তার জল- অর্থ আর গদি।
আমি সমাজের নই - দেশের
অন্ধকার সময়ে সকাল দুপুর বিপ্লব খুঁজি।
৩।
পরিচিত সবাই আজকাল বদলে যাচ্ছে
আজকাল পর মানুষ আপন আপন লাগে।
কেন যেন সব আপন বৃত্ত মনে হয়
আজকাল ভেতরে এক অদ্ভুত শিশু বসত গড়ে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




