ভুখা ইতিহাস লুপ্ত হতে থাক
ভাবনার নকশাগুলো রঙীন হলে
ঠিক আমাদের কতকটা মিলন হয় ,
একাধিক জোছনার পর যখন মিইয়ে যায় শতাব্দী
জলের মতো বিস্তীর্ণ হয়ে পড়ে শূন্যতার অধিকার
অন্নপাপ আরো কত বত্সর ধরে চলবে হে !
এখনকার স্মৃতির পাপ লুকাও
দুখিনীর অবরুদ্ধ পাপের ঠাঁই
না ,না , পূর্ণিমার রূপালি জোছনা নেই
অমাবশ্যার আঁধার নেই , ঠাকুর ঘর -
নেই তাও নেই ।
চারিদিকে নেই নেই শূন্যতা যেন ।
দিনের শেষটা কতটা ধীরে আসে
বিকেল কতটা ধীরে প্রস্থান করে
জোছনার আভা কতটা বিস্মিত রাখে ,
আজকের সূর্যমুখীরা বাগানেই ভালো
চন্দ্রমল্লিকারা ল্যাম্প পোস্টের পাশেই
আর -
অতীতকালের খাঁ খাঁ রৌদ্দুর নদীর ঘাটে ।
অভুক্ত গায়কির মাঝে এক বিষাদ কেমন
লেশহীন সুর যেন ,
সারাক্ষণ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




