এতটাই কি চেয়ে থাকা হয় , বাত্সরিক উন্মনা হে
প্রাথমিক উন্মদনা শেষে বাত্সরিক ভোর হয়
এরপর দিন হয় , দিনের শেষে আঁধার ঘনায়
এবং যারা হারিয়ে যাবার তারা হারায় । নয়তো পালায় ।
একেকটি ইতিহাস কতটা দীর্ঘ
মূর্ছনায় আবিষ্ট থাকে , অতঃপর
ঐকান্তিক সুর কতটা মোহিত করে
আজকের আমরাই
শেষে স্তব্দ রাত ।
নিমিষেই হুলস্থুল
পরিশেষ আঁধার ।
আঁধারেই পূর্ণিমা
নয়তো অবসর ।
অবসরেই জোছনা
ঐতিহাসিক রাত ।
রাতেই তারার ফুল
রৈ রৈ হুল্লোড় ।
আর আমরাই শেষে
হারাই, পালাই ।
তবু -
কেমন করে ধেয়ে অসে ধোয়াসা ধোয়াসা মেঘ
ঠিক শীতের রাত চিনে , নয়তো শীত বুড়ি নেই ।
চেয়ে থাকতে থাকতে ততকটা শীত পেরোয়
আর আমরাই আঁধার চাই , পালিয়ে যেতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




