শেষ হলে শেষের আদ্যপান্ত সেরে
জলে নামো , স্নান সেরে দেখো কি লৌকিক
ঘোলা জলে ঋতুর ভ্রুক্ষেপ, পশ্চ্যাতের ঘোর
আদুরে ঊন্মেষ ছেড়ে কোথায় সেই
যাপিত দিনের খাঁ খাঁ রৌদ্দুর ছটা
উন্মত্ত বর্ষা রাতে টুপ টাপ টুপ টাপ
নির্ঝর দিগন্তে অশ্রু জলে ভেসে গেলে
পূর্বাপরকালের তিতিক্ষা , এবং দূরে
পৌঢ়ের ভিটে , ঠাকুর ঘরের পুত্তলিকা
পুড়ে, দেখো -
কুণ্ডলি পাকিয়ে
অদ্ভুতুড়ে বিষাদ,
নামীয় হকারদের ভীড়ে পূর্বাপর কথকতা
নিলুদের বিশ্রামাগার বড়ই অমৃত ।
বড়ই অমৃত ।
দেখো -
সেবার নিশুদের ফ্ল্যাটের দূরবর্তী আকর্ষণ
অপাঙক্তেয় বৈকালের পর নিলুদের স্বর্গ -
বিশ্রামাগার, আর আমি ঠিক ততটা দূরে
যতটা দূরে রুনার বিবর্ণ কুয়াশা কুয়াশা
ঘোর, পঞ্জিকার ফেলনা জায়গায় থাকে
ওরা সব একই সাথে ;
দীর্ঘশ্বাস এবং দীর্ঘশ্বাস !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




