বৃষ্টিরা যখন নেমে আসে ঝুপ ঝুপ করে
আউলা বাতাসের রংচটা অভ্যর্থনায় দেখো
কেমন করে জোছনার প্রলাপ, অশেষ নম্রতায়
দূরের আবেশ, নিস্তব্দ অঙ্গীকারে ফিরে পাওয়া
বৈকাল্যের স্মৃতি-অমৃত,
অতঃপর করিডোর জুড়ে ফেলে আসা
তোমাদের জীর্ণ পরশ ছাড়ো হে মৌন
মোহন বিলাসে মুগ্ধতার রাত্রি অধিকার শুধু
বিলম্বিত নক্ষত্ররাজে ; আর - অব্দের পরিসীমা
চিহ্নহীন দিগন্তের পথে রেখে যারা চলে গিয়েছে
আজ হতে বহু পূর্বে, পূর্বাপর নামীয় বৈকাল্যে
এখনো সন্ধ্যা নামে
পাখিরা নীড়ে ফেরে
স্মৃতিরা পোড়ায়
অব্দের বিঘ্নতা সেরে পুনরায় জোছনার হাটে
শত শত নক্ষত্রের আজন্মাবধি বিলাপ শেষে
নিরিবিলিতে নেমে আসা পাখিদের সর্বশেষ -
কাকলি আমি শুনেছিলাম,
অব্দের পরিশেষে স্তব্দ মোহনকালের ডাকে
কয়েকটি অবলুপ্ত পত্রের ভীড়েই বসে ছিল
নির্লীপ্ত বিবাদ ।
পাশাপাশি
এবং খুব কাছাকাছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




