আমি কি কেবলই দুঃখবোধ থেকে ধীরে ধীরে আস্তিনে ফিরেছি
এবং দীর্ঘ বাসনার প্রাক্কালে ডুব দিয়ে ফিরেছি চিরাচরিত অদ্ভুত
এবং অবলুপ্ততা কতটুকু পেয়ে বসলে আমি হারাতে থাকি অনবরত
চির চেনা থেকে চির অচেনার সাদা খড়ি মাটির অঙ্ক কষা পঞ্জিকায়
এরপর চলতে থাকি এবং চলতে থাকি অবরোধ থেকে অনুক্তের পথে
প্রান্তীয় ফিরে আসা দের ভুলে যেতে থাকি এবং ফিরে পেতে থাকি
দীর্ঘ অমাবশ্যায় দীর্ঘ রাতের পর এ কেমন প্রলুব্ধ অঙ্গীকারে দেখো
এখনকার রকমারিতে পুড়ে যায় কয়লার আনীত উপলব্ধির খাতা
আর অতীশ পুরের বৃদ্ধার চশমায় ফ্রেমবন্দী হয়ে যায় পূর্বাপরের কথকতা
এক কালের আত্নবোধ কতকটা বিমুখ হলে বিসর্জন দিয়ে ফেলি
সাধের অঙ্গীকার নামা অথবা অবরোধ নামার গায়কীতে চলো
শতাব্দীর প্রিয় ব্যঞ্জনে খড়ি মাটির অঙ্ক শেখা , পুঁথির দৌরত্য পুড়ে
নবাগত বৌঠানের ঝাঁঝে এবং তদুপরি আমিও পুড়ে যেতে থাকি
এবং প্রশ্ন রেখে ফিরে যেতে থাকি
ফিরে যেতে থাকি প্রাচীন যজ্ঞ নামায়
প্রাচীন পেড়োবাড়ির বাক্স বন্দী হে সুকণ্ঠীরা
প্রাত্যহিক অবলোকে নামো দেখি অপরূপ রূপ
সন্যাসীর পথ হাঁটা বন্ধ হয়ে গেলে
পথের মায়া কি হারিয়ে যেতে থাকে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




