বাণিজ্য-১
নগরে নাগর আসে; আসে ডলারের রমনীয় সুখ
আমাদের নগর পালের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে-
নিরাপদ ও সুরক্ষিত
অদৃশ প্রাচীর ঘেরা এ নগরে আমরা যেমন।
নগরে নাগর আসে
মৃত্তিকার বসন উল্টায়, বুকের কাপড়
সরিয়ে দেখে নেয়, মাংসল পেলবতা
উরুর তৈলাক্ত গ্রন্থি
কয়লা কালো চোখের মণি
উদ্বায়ী হাহাকার।
নগরে নাগর আসে
দেখে নেয় কতটা জ্বলে উঠে মৃত্তিকার দেহ
কতটা রক্তিম হয় তার গাল
কতটা তিরতির করে কেঁপে উঠে নাসারন্দ্র
কতটা বেহায়া হতে পারে।
নগরে নাগর আসে
আসে দূরাগত ডলারের মর্মর ধ্বনি
আমাদের নগর পালের ঘুমপাড়ানি গান হয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





