নতুন রাজার মুকুট পরানো- হায়
আমাদের কারো চোখে আজ ঘুম নাই,
রাজ্যাভিষেক , নতুন রাজার জয়!
লাঙট খুলে বাতাসে আকাশে ওড়াই ।
উড়ে উড়ে যায় বাগদাদী কত লাশ
সশব্দে ফাটে রাজার জয়ভেরী,
মিছিলে সামিল হতেই হবে আজ
রাজদর্শনে হয়ে যায় পাছে দেরি।
এ শুধু 'দন্ড' বদলের মৌসুম
এ শুধু মেকাপে চেহারা সাজানো খেলা
আমরা দেখি সাগরে সমরসজ্জা
কাস্টার-ব্লাস্টার বম্ব, ক্ষেপনাস্ত্র মেলা।
নতুন রাজা, নুতন সাজে আসেন
আসেনা কেবল নতুন রাজ্যনীতি
একই সে প্রাসাদে, একই সিংহাসনে
সেই পুরাতন 'একবিশ্ব সম্প্রীতি'।
সাম্রাজ্য সীমানা বাড়িয়ে চলে,
রাজার ট্যাঙ্ক আমাদের পিষ্ঠ করে,
নতুনে চাবুকে প্রহার ভালো লাগে
নতুন আবেশে হৃদয় উঠে ভরে।
০৬-১১-০৮
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





