-
-
-
-
দুইন্নাদারির খবর ছিলনা । নিঃসঙ্গতা আর জৈবিক প্রয়োজনে ইন্টারণেটে পর্নো ঘাটিতে-ঘটিতে খুজিয়া পাইলাম দেসি-মাসালা । লিঙ্ক-লিঙ্কান্তর এবং লিঙ্গ-লিঙ্গান্তর অতপ্পর ফয়ূরীর বৃষ্টিভেজা নাঁচ, শাপনুরের এমএমএস ক্লিপ খুজিতে গিয়া টের পাইলাম ইন্টারণেট জগতের ব্যাপকতা । বিজ্ঞান বলে 'যাহা উত্থিত হয় তাহা নেতাইয়াও পরে' । আমারও ব্যাতিক্রম ঘটিলনা । কদ্দিন আর ভালা লাগে । সামাজিক সাইট গুলোতে যাতায়াত শূরু করিলাম । খবর পাইলাম বাংলা ব্লগের । বাহ বেশ বেশ !! এবার তাহলে আমি বগ্লার !! তবে মাঝে মাঝে এখনও যে দেসি-মাসালার নতুন ক্লিপ নামাইতে যাই না এরকম কথা হলফ করিয়া বলিতে পারিবনা ।
এদিকে বাংলা ব্লগে খাতা খুলিয়া পড়িলাম নতুন ফ্যাসাদে । এ যে দেখি কাফির-মোনাফেকদের আস্তানা । এ যে আইয়ামে জাহেলিয়াত । চারিধারে নাস্তিকদের জয় জয়কার । এত নাস্তিক-মোনাফেক-কাফেরুন বাংলার পবিত্র বুকে কোথা হইতে আসিল ? শুধুই কি তাহাদের সাংখ্যিক অস্তিত্ব ! তা নহে । তাহাদের লেখা পড়িয়া বুঝিলাম তাহারা দিনে দশবার আমার পেয়ারা নবী-রাসূলদিগের বস্ত্রহণন করিয়া আবার পরের দিনের জন্য ঠিক করিয়া পড়াইয়া দিতেছে ।
প্রতিবাদ করিব তাহার উপায় নাই । সারাজীবন কফ্-পেশ-কু কাফ-পেশ-কু ছাড়া আর কি শিখিয়াছি । হ্যা, আরও শিখিয়াছি সপ্তাহে একদিন জুম্মার নামাজ়ে আত্তাহিয়াতু পড়ার সময় কাতারের আর সবার আগে কিভাবে শাহাদাত আঙ্গুল উচাইয়া লাড়াইতে হয়, শিখিয়াছি দ্রুত নামাজ শেষে দুই কান্ধের দুই ফেরেশ্তা কিরামুন কাতেবিনকে আদবের সহিত সালাম দিতে হয়, শিখিয়াছি কবরের সামনে পড়িলে 'আচ্ছালামুয়ালাইকুম ইয়া আহ-লাল কবুর' পাঠ করিলে নিজের কবরে প্রতিদান পাইব । সেই ছোটবেলায় হাজার হাজার দোয়ার সাথে হাগাখানার দোয়াটাও শিখিয়াছিলাম, এদ্দিনে তাহা আর মনে নাই । এই জ্ঞান লইয়াতো আর নাস্তিক কঠিন কঠিন যুক্তির সহিত ফাইট দেয়া যায় না । কেহ কেহ ফাইট দিতে গেলে বদের বদ নাস্তিকেরা যেভাবে হাসাহাসি শুরু করে তাহাতে ইচ্ছাটাও বেশিদূর আগায়না । তাই ঈমানী বলে বলীয়ান হইয়া নাস্তিকদের পোস্টে একখান মাইনাস সমেত গাইল পারিয়া আসি । নিশ্চয়ই কিরামুন কাতেবিন আমার খাতায় ৭০ খানা নেকি যোগ করিবেন এই আশায় ।
তাহাতেও তৃপ্তি আসে না । অনেককে দেখিয়াছি পারিলে নাস্তিকদের পা ধরিয়া অনুনয় করে 'ছাইড়াদেরে ভাই, আমার বিশ্বাস নিয়া আমারে থাকতে দে'। কে শোনে কার কথা । বদের বদ নাস্তিকরা তাতেও নিরস্ত হয়না । কেউ কেউ অতিষ্ট্য হইয়া তাহাদের কতল করিবার হুমকি ধামকি দেয় । কিন্তু ইন্টারণেটের যুগে কে কাহাকে লাগলে পায় ।
আরেক গ্রুপ আছে, ঈমানী বল সমুন্নত রাখিতে সকাল-সন্ধ্যা-রাত-বিরেতে কলেমা-হাদিস পোস্টাইয়া বেড়াইতেছে । তবে এই আবালকুলের পোস্ট পড়িবার ধৈর্য্য আস্তিক-নাস্তিক নির্বিশেষে কাহারও নাই বিধায় স্বনিকের ৬ খানা প্লাস আর তিনখানা মন্তব্য সমেত তাহারা সংকলিত পাতার অতল গহবরে হারাইয়া যায় ।
ছাগুকুল বাইডিফল্ট আস্তিক হয় । তাহাদের সংখ্যাধিক্য আর নিরন্তর ল্যাদানো, আস্তিকদের ঈমানে নতুন জোয়ার আনিলেও বাস্তবে দেখাযায় ছাগুকুলের যুক্তিজ্ঞান হাপ-প্যান্ট ছাড়িয়া এখনও ফুল-প্যান্ট পড়িতে পারেনাই । সেমি ন্যাংটা । তাহদের উপর ভরসা রাখি কি করিয়া ?
মোটের উপর সাংঘাতিক মনকষ্টে দিন পার করিতেছি ভাই সকল । আমার জন্য দোয়া করিয়েন ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




