জীবন
জীবনকে কে না ভালবাসে
সে হউক অতি তুচ্ছ পিপিলিকা
আথবা, অতিকায় নীল তিমি।
তবু সকলকে যেতে হবে
এই দুনিয়া ছেড়ে,
একাকীর হাত ধরে
অতি পুরনো নিয়মে।
জীবনের সব পাপ করে ফেলো সাফ
ভারি কর পূ্ন্যের বোঝা।
এই সত্যকে সাদোরে গ্রহন করে নাও
মনের সকল কষ্ট দূর করে দাও,
এ জীবন সব নয় মনেরেখ বারবার
একদিন নাশ হবে সকল কারবার।
তবু কেন ভুলে যাই আমরা এই সত্য,
এই নিয়ে করেছি কী বিবেককে প্রশ্ন?
প্রথম লেখা-০৫/০৭/২০০৫
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




