আজ আমার নেশা পেয়েছে পড়ার, তোমাকে
অথচ বারবার হারিয়ে যাচ্ছি বিভিন্ন বাঁকে
তোমার প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুচ্ছেদ
ঘোরগ্রস্থ হয়ে করছি প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ
১ম অধ্যায়: পা
তুমি হেসে বললে, অবাক হচ্ছি তোমার দৃষ্টির পতনে
আমি নীরবে নিজের সন্তানের বেহেশত দেখছি যতনে
২য় অধ্যায়: চুল
পুরো বায়ুমন্ডল জুড়ে আজ ভেসে বেড়াচ্ছে স্লোগান
খোপায় তোমার চুল বাঁধা, তারা নিতে পারেনি ঘ্রাণ
তুমি হাত তুলে আমাকে বললে, থামো।
আমি বললাম, চলে যাচ্ছো! আমায় পড়বা না!
তুমি ভ্রু কুঁচকে বললে, তোমার সারা বইয়ে একটি লাইনই আছে, "তুমি একটা অসহ্য"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


