
উপরের মেনু থেকে “edit > transform > perspective”-এ ক্লিক করে top left corner anchor point এ ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করতে থাকুন যতক্ষণ না নিচের ইমেজের মতো তৈরি হচ্ছে।

এবার এই লেয়ার ইফেক্টগুলো দিন:


polygonal lasso টুল দিয়ে নিচের ছবির মতো দুটি সিলেকশন তৈরি করে আলাদা লেয়ার নিয়ে কালো রং অ্যাপ্লাই করুন।

“filter > blur > guassian blur” এ করে 24pixels ব্লার করুন। এবার লোয়ার প্যালেট থেকে লেয়ার opacity কমিয়ে আনতে থাকুন যতক্ষণ না আপনার মনের মতো শেড, বক্সটির দুই কোনায় পড়ছে। এবার CTRL বাটন চেপে “shoebox_top” লেয়ারে ক্লিক করুন। Ctrl + Shift + I চাপুন। শেড লেয়ারগুলো যথাক্রমে সিলেক্ট করে delete বা ব্যাকস্পেস চাপুন।

rectangular marquee টুল সিলেক্ট করে নিচের ছবির মতো করে “shoebox_top” লেয়ারর নিচে “shoebox_middle” নাম দিয়ে আরেকটি লেয়ার নিয়ে সিলেকশন তৈরি করে কালো রং অ্যাপ্লাই করুন।

আবারও edit > transform > perspective এ ক্লিক করে bottom left anchor point এ ক্লিক করে ছবির মতো শেপ দিন।

এবার এই লেয়ার ইফেক্টগুলো দিন:


'last box panel' নাম দিয়ে আরেকটি লেয়ার নিয়ে একই পদ্ধতি অনুসরণ করে নিচের ছবির মতো তৈরি করুন:

এবার এই লেয়ার ইফেক্টগুলো দিন:


অতঃপর আপনি এরকম একটি ইমেজ পাবেন:

এবার “shoebox_middle” লেয়ারের নিচে আরেকটি লেয়ার নিয়ে সিলেকশন তৈরি করে ব্রাশ বা গ্র্যাডিয়েন্ট টুল দিয়ে শেড তৈরি করুন:

সব শেষে আপনি আপনার ইচ্ছেমতো ক্রিয়েটিভিটি খাটিয়ে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।

ধন্যবাদ সবাইকে!

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




