অক্ষর না জানলেও মানুষ কত কিছু জানে
তিলের খাজা বিক্রি করেন তিনিও লালোনের
গান জানেন। সুর জানেন, তাল বুঝেন-''যন্ত্র থাকলে
এখনও একটু গান গেয়ে উঠি। গান ছারসি বিশ বছর
যখন বুঝলাম সংসারটাই সবচেয়ে বড়। তখনও
আমার বাপ বেচে ছিল। ঢাকা শহরে আমার ছেলেরা
এখন চাকরি করে । টাকা, টাকাই সবচেয়ে বড়
বন্ধু । শাইজির মাজারে শিনদুক ভরতি হয়ে যায় টাকায়।
কত লোকে টাকা দেয়।............
একবার টাকা দেয় আর একবার
টাকা উসুল করে নিয়ে যায়।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





