
undefined২২ আগস্ট (রেডিও তেহরান) : বাংলাদেশের ট্রাফিক আইন অমান্য করে অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স দেয়ার বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে খবর প্রকাশ করায় বগুড়া ও মাদারিপুরে সংবাদপত্রবাহী গাড়িতে লুটপাট চালিয়েছে পরিবহন শ্রমিকরা। বগুড়ার সংবাদপত্র হকারদের উদ্ধৃতি দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বগুড়ার পরিবহন শ্রমিকরা জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল সাড়ে আটটার দিকে সংবাদপত্রবাহী কয়েকটি গাড়ি থামিয়ে প্রায় এক লাখ পত্রিকা লুট করে নেয়। পরে বগুড়া শহরে লুট করা পত্রিকা বিক্রি করতে গেলে রিপন নামে ২০ বছর বয়সী এক তরুণকে আটক করে পুলিশ। এরপর পুলিশ শহরের শৈলেনপাড়া ও মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট হাজার পত্রিকা উদ্ধার করে।
এ দিকে, মাদারিপুরের পরিবহন শ্রমিকরা মুস্তাফাপুর বাসস্ট্যান্ডে সংবাদপত্রবাহী গাড়ি লুট করে এবং পত্রিকায় আগুন ধরিয়ে দেয়। তারা পত্রিকা হকারদেরকে দৈনিক প্রথম আলো পত্রিকা বিক্রি করতে নিষেধ করে এবং এ বিষয়ে সহযোগিতা না করলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দেয়। পরিবহন শ্রমিকরা মন্ত্রী শাহজাহান খানের কার্টুন ও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের বিরোধিতা করে।
সংবাদপত্রবাহী গাড়িতে হামলার বিষয়ে বগুড়ার জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বকুল জানান, পরিবহন শ্রমিকরা মনে করছে, গতকাল রাজধানী ঢাকার গাবতলিতে যেসব চালককে আটক করা হয়েছে তা ছিল অবৈধ এবং পরিবহন শ্রমিকদেরকে অন্যায়ভাবে "খুনি" বলে আখ্যায়িত করা হচ্ছে।#
তেহরান রেডিও/এসআই/এমএইচ/২২.১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



