
মোঃ আব্দুল কাইয়ুম, খবর ২৪ ডটকম, ময়মনসিংহ থেকে ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ময়মনসিংহ ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। আলোর পথের যাত্রী হিসেবে সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে ময়মনসিংহ ঐতিহাসিক জেলা হিসেবে পরিচিত। তিনি বলেন, বহু জ্ঞানী ব্যক্তি ময়মনসিংহ থেকে মেট্রিক পাস করে কলকাতায় যান। তারা সবাই ভারত সরকার ও সমাজে গুরুত্বপূর্ণ পদ ও বিশিষ্ট ব্যক্তির দায়িত্ব পালন করেছেন। শনিবার রাতে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারতীয় হাইকমিশন আয়োজিত বৃহত্তর ময়মনসিংহের ৪৩ মুক্তিযোদ্ধা পরিবারের হাইস্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সন্তানদের বৃত্তিমূলক পুরস্কার বিতরণ এবং ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ও ত্রিশাল আনের এমপি রেজা আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মোনালিসা ঘোষ অডিসি নৃত্য পরিবেশন করেন। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিসহ বিপুলসংখ্যক দর্শক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পীর মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন। ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) স্বাগত বক্তব্যে বলেন, সম্পর্ক বানানোর জন্য আজ ময়মনসিংহে এসেছি।
দুই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো আলোচনা করতে হবে। একাত্তরের যুদ্ধে মুক্তি ও মিত্র বাহিনীর প্রচেষ্টায় ময়মনসিংহ তথা বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। এই ময়মনসিংহ শহরে আমার অন্যপ্রাশন হয়েছে। ময়মনসিংহবাসীর জন্য আমি কিছু করে যেতে চাই। তিনি বলেন, ভবিষ্যতে আরো মেধাবী মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেয়া হবে। আগামীতে সারাদেশে বৃত্তির পরিমাণ বাড়ানো হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



