তরুণ লেখক ফোরামের প্রতিষ্ঠাবাষিকী
তরুণ লেখক ফোরামের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছ।
৬ সেপ্টেম্বর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সংগঠন হাটি হাটি পা পা করে পার করলো ১৭ বছর।
এ উপলক্ষে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে কবি-লেখকদের ছিল বিশেষ আড্ডা।
বেরিয়েছে `সৃজন'-এর নতুন সংখ্যা।
আড্ডা তুখর আলোচনা অংশ নেন কবি ও গীতিকার আব্দুল খালেক ফারুক,
কবি মাইকেল রবিন সরকার, গল্পকার আলমগীর কবীর বাবলু,
কবি ইউসুফ আলমগীর, আহসান হাবীব নীলু, জামল অন্তর, রাইয়ান যানিক সাম্য, আব্দুল ওয়াহেদ, মিজানুর রহমান মিন্টু, খন্দার মাহফুজ টিউটরসহ আরও অনেকে।
তরুণ লেখক ফোরাম আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০০৯ কুড়িগ্রাম পৌরসভা চত্বরে
বইমেলা, লেখক সমাবেশ, কবিতা উৎসব, চলচ্চিত্র প্রদর্শন,
লেখালেখি কর্মশালা, ভাওয়াইয়া গানের অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছ।
সমস্ত আয়োজনে সাহিত্যপ্রমী সকলের আমন্ত্রন।
সে সময় সৃজন বর্ধিত কলেবরে বের হবে।
লেখা চাইছি।
লেখা পাঠান: tarunlekhokforum@ gmail.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




