আগের পর্ব Click This Link
লিনু বলল-কিন্তু আমি একটু একটু ভাল।আমার ভাল লাগে আপনারে।তাই,আমি আপনারে লাগাব।
-'মানে!লাগাবে মানে কী?' অবাক হয় ঈশ্বর।
-যেমুন গাছ লাগায় তেমনি!
ফলে ঈশ্বরকে লাগানো হল প্লাস্টিকের বালতিতে মাটি ফেলে।সুন্দর ফুটল ঈশ্বরের ফুল।কিন্তু ধার্মিকরা ঝামেলা করল।বলল,ঈশ্বরকে এক জায়াগায় লাগায় রাখা যাবে না।এই ঝামেলা মিটাতে আমরা সবাইকে একটা করে ঈশ্বরের ফুল দিতাম।এতে তারা ধন্য হত।
৪.
একদিন বেবুনকে দেখলাম অঙ্ক করছে।
বললাম-অঙ্ক করছ্ ক্যান?
বলল-মজা লাগতাছে।তুইও কর্!
আমিও খাব্লা দিয়ে পেন্সিল এনে যোগ বিয়োগ আর সহজ সহজ অঙ্ক করলাম।আমিও মজা পেলাম।
পৃথিবীর সব সংখ্যাকে বাক্সে ভরে আমি যখন তখন সেগুলোকে যোগ দিতাম আর বিয়োগ দিতাম।এতে মজার মজার ফল বের হত।
কিন্তু স্কুল ছেড়ে দেওয়ায় এটাও জানতাম না যে আমার যোগ-বিয়োগ গুলাও ভুল হচ্ছে।এমনকি বেবুনের শখের অঙ্কেও রয়েছে একগাদা ভুল।এইসব ভুলের কথা জানতে পারি মা জেল থেকে ফিরে আসলে।আমার আর বেবুনের খাতাগুলো নিয়ে বসে মা অঙ্কের ভুলগুলো বের করেছে আর দম ফাটিয়ে হেসেছে।
-হে হে হে!এগুলা কি!
আমি আর বেবুন ময়লা চুলে দাঁড়িয়ে থাকলাম।পরে সিদ্ধান্ত নিলাম যে,ব্যক্তিগত অঙ্ক কাউকে দেখানো উচিৎ না।
চলবে...
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




