আজ সকালে মেইল চেক করতে এসে একটা অপরিচিত আইডির মেইল দেখে অবাক হলাম.
তার চেয়ে বেশী অবাক হলাম, মেইল খুলে। শুধু যে অবাক হলাম তা না, ক্রোধান্বিত, লজ্জ্বিত হয়ে দেখলাম, [email protected] নামে এই আইডি থেকে একটা মেইল ,কোন লেখা নেই, শুধু একটা এটাচমেন্ট, এবং শিবির এর ওয়েব address.
ওই address এ গিয়ে দেখলাম, রাজাকার কুত্তার বাচ্চারা আমাদের প্রানপ্রিয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবস উৎযাপন করতেছে।
শুধূ যে আমাকে পাঠিয়েছে তা নয়, দেখলাম আমার সাথে আরো অর্ধশতাধিক আইডি কে একই মেইল পাঠিয়েছে, রাজাকার কুত্তার বাচ্চাটা।
চারিদিকে যখন যু্দ্বাপরাধীদের বিচারের কথা বলা হচ্ছে তখন তারা মানুষকে বোকা বানানোর বিজ্ঞাপনে নেমেছে, যেন তার ভাল, সাধূ জীবনে কোনদিন আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল না,
ভুতের মুখে রাম নাম, অতএব বন্দ্ধুরা আসুন সোচ্চার হই, আমাদের আজন্ম শত্রুদের বিরুদ্ধে যারা সারাক্ষণ ওৎ পেতে আছে আমাদের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করার, পতাকাকে অসম্মান করার জন্য।
কিন্তু তারা জানে না, এটা তাদের দিবা স্বপ্ন মাত্র, আমরা জেগে আছি সেসব হায়েনাদের শিকারের অপেক্ষায়............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


