যে কোন দেশে, সমাজে মানুষে মানুষে মতভেদ থাকতে পারে, তা বিভিন্ন বিষয়ে,
হতে পারে রাজনৈতিক, সামাজিক অর্থনৈতিক বা অন্য যে কোন বিষয়ে,
কিন্তু যখন দেশের প্রশ্ন সামনে আসবে, তখন কি সবার একমত হওয়াটা জরুরী নয়?
আপনি হতে পারেন, আওয়ামীলীগের সমর্থক, হতে পারেন বি. এন. পি., জামায়াত, জাতীয় পার্টি কিংবা অন্য যে কোন দলের সমর্থক, কর্মী, নেতা। আপনি আপনার দলের আদর্শের জন্য কাজ করেন, কাজ করেন দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য। সবই ঠিক আছে। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধীদের বিচারে আপনার মত কি, তখন যদি আপনি এর বিপক্ষে থাকেন তাহলে বুঝতে হবে আপনি এই দেশে জন্ম নিয়ে ভুল করেছেন।
এই ব্লগে অনেক পোষ্টই দেখেছি, যুদ্ধাপরাধীদের বিচার ও রাজাকারদের নিয়ে, সেইসব পোষ্টে প্লাসের পাশাপাশি মাইনাস ও পড়েছে হাতেগোনা কিছু। তার মানে যারা মাইনাস দিয়েছে তারা যুদ্ধাপরাধীদের বিচার চাইনা, রাজাকারদের সমর্থন করেন
আমার এই পোষ্ট তাদের জন্য
শুধু তাদেরকেই বলছি, শুনুন,
আপনারা কি এই দেশের সন্তান না?
এই দেশের পবিত্র মাটিতে আপনি জন্ম গ্রহন করেননি?
এই দেশের শষ্য-ফসলে আপনার ক্ষুধা নিবারন করেননি?
এই দেশের আলো ছায়ায় আপনি বেড়ে উঠেননি?
যদি প্রশ্নগুলোর উত্তর হ্যা হয় তবে বলুন আপনি কেন যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে নন? যারা আপনার দেশের স্বাধীনতা চাইনি, যারা আপনার ভাই-দের হত্যা করেছে বা হত্যা করতে সাহায্য করেছে, আপনার মা-বোনদের পাকিস্তানি হায়েনাদের হাতে তুলে দিয়েছে তাদের বিচার করার কথা বলতে গেলে কেন আপনাদের খারাপ লাগে?
বুঝলাম আপনি শিবির/জামায়াতের সর্মথক, এবং আমি শতভাগ নিশ্চিত যে আপনি জানেন যে আপনার দলের বেশিরভাগ নেতাই যুদ্ধাপরাধের সাথে জড়িত।
আমি যেমন আমার ধর্ম ইসলামকে অনেক বেশী ভালবাসি, শ্রদ্ধা করি এবং সৎ থাকতে ভীষন চেষ্টা করি । তেমনি আমার দেশকে আমার মায়ের মত মনে করি। যারা আমার মায়ের মত দেশের সাথে বেঈমানী করেছে, অসম্মান করেছে, তা ও আবার আমারই ধর্মের দোহাই দিয়ে, তাদেরকে আমার থুথু আর প্রচন্ড ঘৃণা ছাড়া কিছু দেবার নেই।
আমার মনে হয় আপনার অনুভুতিটা ও ঠিক আমার মত। কেননা আপনি ও তো মানুষ, দেশপ্রেম বলে যে বোধটা আমি প্রতি মূহুর্তে অনুভব করি তা আপনার বুকে ও নাড়া দেয় নিশ্চয়ই?
যদি তা হয় তবে বলুন “আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, আমার দলে যুদ্ধাপরাধীদের কোন স্থান নেই”
আমরা সবাই এই দেশের সন্তান, ভাই-ভাই, বন্ধু আমরা কেন আমার দেশের ইস্যুতে ঐক্যমত পোষন করতে পারবো না। চলুন সবাই মিলে আমরা আমাদের দেশকে নতুন করে সাজাই গড়ে তুলি একটি যুদ্ধাপরাধীমুক্ত, সাবলম্বী, স্বনির্ভর সুন্দর বাংলাদেশ,
বলুন “আমি জামায়াত/শিবির করি কিন্তু, রাজাকারদের ঘৃণা করি অন্তর থেকে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


