তবু ও তো ওয়েষ্ট ইন্ডিজ,
তাদের বিরুদ্ধে জিততে পারলে সম্মান বাড়বে, আর হারলে বাংলাদেশের Test status হুমকির মুখে পড়বে....
তাছাড়া অনেকদিন পর কালকে বাংলাদেশের ব্যাটিং জ্বলে উঠেছে।,
তামিম ইকবালের প্রথম টেস্ট শতক এবং জুনায়েদ সিদ্দিকীর অর্ধ শতকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২১।
যাতে বাংলাদেশের লিড ২৫২।
বিস্তারিত স্কোরকার্ড দেখুন
আজ ম্যাচের শেষ দিন। আজ কি বাংলাদেশ দ্রুত কিছু রান তুলে ওয়েষ্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাবে?
কেননা বাংলাদশের ভাল স্পিন এ্যাটাক আছে। আজকের দিনের মধ্যে তাদের কে আউট করতে পারলে আসবে বাংলাদেশের কাংখিত জয়।
বাংলাদেশ কি পারবে বিদেশের মাটিতে প্রথম টেষ্ট জিততে?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




