ফুলের ঘ্রাণ নিতেই আমি মরিয়া হয়ে উঠি
সে ফুল যদি অর্ঘ্যওে নিবেদিত থাকে-
একটু শীতল হাওয়ায় উষ্ণ, উন্মুখ হয়ে যাই
তবু’ তোমার নিঃশ্বাসের উষ্ণতায় যেন সর্বগ্রাসী সুখ।
বিশ্বাস সমর্পিত হয়েছে বহু আগে
আজ যখন তুমিই সমর্পিত হলে আমাতে
তখন, অপ্সরী, স্বর্গীয় সুধা, বারিধারা,
ভালোবাসার আসবাব, জীর্ণ হয়ে আসা
স্মৃতির পাটাতনে বহুবর্ণিল প্রজাপতির মত রঙ ছড়ালো।
আমি দূরন্ত কিশোরের মত বালিময়
লুটোপুটি খাই, উষ্ণ আলিঙ্গনে নিংড়ে নিতে চাই
সুখাচ্ছন্ন ক্ষণ।
কার্পণ্যহীন ভাবলেশ, উদার জমিনে
অঙ্কুরোদগমোন্মুখ হয়ে সঙ্গমের শ্লেষায় সিক্ত হই।
তুমি প্রতিদিন কার জন্য নিবেদন কর ফুলগুচ্ছ?
তবে আমি সেই নিবেদিত অর্ঘ্য থেকে ফুল চুরি করি, ঘ্রাণ নিই।
২৫ অক্টোবর ২০১২
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৪ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





