বিশ্বাস সমর্পিত হলে আর কি বাকি থাকে?
শরীরী সাশ্রয়ী প্রেম না ভালোবাসার লুটপাট?
নিয়তি যেখানে চলৎশক্তিহীন ভগ্নাংশ
সেখানে
বেগ-আবেগের ফলাফল কি নিম্নচাপ তোলে?
নাকি; প্রবল বেগে বৃষ্টিতে ধুয়ে মুছে দেয় সমস্থ অবস্বাদ,
যন্ত্রণার দাহ।
ইদানিং মেঘেদের লুকোচুরি দেখি, দেখি জোনাকিদের
আলোর নাচন, মোহময় আবেগে যখন তন্ময় হই তখন
মাঝে মাঝে তারকা’র খসে পড়া দেখি, আধো আলো
আর আধো অন্ধকারে একা সময় পার করি,
হিমেল বাতাসে পাই প্রিয়তমার শরীরের ঘ্রাণ।
শুণ্যতার যন্ত্রণাকে বুকে চেপে ধরি শীলে-পাটায় পিষ্ট হওয়া মশলার মত।
অতৃপ্তি বাড়ে প্রবল, বিশ্বাসের দিকপাল ভুলে নিয়তির কাছে
ইচ্ছায় কি অনিচ্ছায় সমর্পিত হয়ে যাই।
০৩ নভেম্বর ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





