জামাল হোসেন বিষাদ
বৃষ্টিরা খেলা করে রোদ্দুরে ঝিলিক দিয়ে
বোধ বিবেকের ফাঁক গলে পড়ে যায় মায়া
আমি দু’হাতে মোনাজাত ভঙ্গিতে তুলে নিতে চাই
মায়া’টাকে-আদুরে ডাকে।
বলো- বোধ বিবেকের পাঠশালা- কত নামে
তোমাকে ডাকবো, কত নামে ডাকলে তুমি
আমার বুকে মুখ লুকোবে?
মায়া হবে, কায়া হবে? মুকুটের মণি হবে?
আদরী নামেই তোমাকে ডাকি?
সুভাষিনী, রূপকণ্যা নাকি?
চাতকের তৃষ্ণা নিয়ে অতৃপ্ত বাসনায়
কামনার কৌতুহলে, অথৈ অতলে আমি তোমাকেই চাই।
সমস্ত মৌনতা ভেদ করে তুমি ফিরে এসো অতীতের শুণ্যতা,
দহন, স্মৃতিকাতরতা ভেদ করে অস্তিত্বে আমার
যে কোনো নামে-
যে নামেই ডাকি- তুমি থেকো পাশে বুকে বুক, মুখে মুখ
হৃদয়ে হৃদয় দিয়ে।
বৃষ্টি ভেজা রোদ্দুরে ঝিলিক দিয়ে
হারিয়ে যেওনাকো আর।
১৬ মে ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





