অসম্ভব ভালোলাগা এই কবিতাটি আমি পেয়েছিলাম আমার এক বন্ধুর মুঠোফোনে।তাকে জনৈক ব্যক্তি SMS করেছিলেন,আমার জানামতে তিনিও আসল কবি নন।
ভালোবাসা নাকি নীল?
আমার তো মনে হয়,
ভালোবাসাকে কোন রং দিয়ে আঁকা যায় না।
ভালোবাসা নাকি-
তোমায় দেখে ভালো লাগলো,তাই ভালোবাসি!
ভালোবাসা-
তোমায় ভেবে ভালো লাগলো,তাই ভালোবাসি।
ভালোবাসায় নাকি অনেক কথা বলতে হয়?
ভালোবাসা সেতো চুপ করেই হয়।
ভালোবেসে নাকি হাত ধরতে হয়?
হাত তো ধরিনি,তাই বলে কি তা ভলোবাসা নয়?
ভালোবাসায় নাকি দুজনকেই ভালোবাসতে হয়
তুমিতো আমায় ভালোবাসনি,
তই আমাকে একটু বেশি তোমার ভলোটাও বাসতে হয়।
ভালোবাসায় নাকি তোমাকে না পেলে ভুলে যেতে হয়
তোমাকে তো এখনও পাইনি,
জানি হয়তো পাবো না,
তবু কেন শুধু অনেক বেশি
তোমাকেই ভালোবাসতে ইচ্ছে হয়?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




