মাঝে মধ্যে তুমি খুব শান্ত ভাবে
আমার কবিতায় আবির্ভুত হও-
স্পর্শ করে যাও আমার মন, হ্রদয়,আত্না।
তুমি যখন কথা বল,
তোমার মুখায়ব অঙ্কিত হয় আমার হ্রদয় পাতায়।
তোমার সাথে কথা বলি, হাসি, তোমাকে চুমুতে ভরিয়ে দেই
তোমাকে লুকিয়ে আড়াল করি আমার ভালবাসায়।
তোমার কোমল দুটি অধর নিয়ে খেলা করি
ছুঁইয়ে যাই তাদের।
পরস্পরের সাথে কেটে যায় একান্ত কিছু সময়
পরিবর্তন আসে ধরনীর আলো খেলায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





