রাত ২.৪৫। ঘুম ভেঙ্গে গেলো। আপনা আপনি মুঠো ফোনটা হাতে চলে এল। ফোনবুক থেকে নামটা খুঁজে নিয়ে ডায়াল করলাম। অপূর্ব সুরের মূর্ছনা আমাকে স্বাগত জানাল।
মনে মনে কত কি ঠিক করে রেখেছি বলব বলে।................
অপর প্রান্ত থেকে ফোন রিসিভ হল। এবং সাথে সাথেই চিন্তিত , অসহায়, প্রায় ক্রন্দনরত কন্ঠস্বর- " চিটাগাং রওনা হয়েছি, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি করে হয়েছে।" কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি , আর কিছু বলা হয়না। নিজেকে নিজের কাছেই কেমন যেন মনে হয়। এমন একটা সময়ে মেয়েটা কে ফোন করলাম। কেন যেন খুব লজ্জিত হই, অপরাধী মনে হয় নিজেকে।
কিন্তু আসলেই কি নিজেকে এমন মনে হওয়ার কোন কারণ আছে?? জানি না।
রাতের কথা। এখন সকাল। জানি না আমার সেই বন্ধুর বাবার কি অবস্থা আর তারই বা কি অবস্থা। আমার নিজের মনের অবস্থাও ভাল না। কারণ অল্প কিছুদিনের মধ্যেই তার সাথে গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছে। তার এমন বিপদে কি করা উচিত বুঝতে পারছিনা। ফোন করা উচিত কিনা তা বুঝতে পারছিনা।
একটা যা করার তাই করছি। প্রার্থনা, আল্লাহ যাতে তার বাবাকে সুস্থ করে দেন। আশা করি পাঠকরা আপনারাও দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





