স্বপ্ন চেইন শপ বহু পণ্যেই নির্ধারিত মূল্যর অতিরিক্ত রাখে, যা সোজা বাংলায় চুরি। আমি এই জন্য তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কাছে অভিযোগ জানিয়েছি। আগামীকাল সকাল ১০টায় শুনানি অনুষ্ঠিত হবে, এই জন্য অধিদপ্তর আমার বাসায় চিঠি পাঠিয়েছে। তারা জেলা ম্যাজিস্ট্রেটের সমতুল্য। সাংবাদিক ভাইবোনদের অনুরোধ জানাচ্ছি, আপনারা ১ কারওয়ান বাজার(টিসিবি ভবন-৮ম তলা) তে উপস্থিত হন। পাশাপাশি গত মে মাসের শেষ সপ্তাহে আমি যে অভিযোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তার অনুলিপি নিচে তুলে দিলাম :
====================================
প্রতি
মহাপরিচালক,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
বাণিজ্য মন্ত্রণালয়
১ কারওয়ান বাজার(টিসিবি ভবন-৮ম তলা), ঢাকা-১২১৫
ফোন / ফ্যাক্স: ৮৮-০২-৮১৮৯৪২৫, ৮৮-০২-৮১৮৯০৪৫
অভিযোগ কেন্দ্রঃ ০১৭৭৭৭৫৩৬৬৮
ওয়েবসাইট: www.dncrp.gov.bd
ই-মেইল: [email protected]
বিষয়ঃ নির্ধারিত VAT এর তুলনায় অতিরিক্ত আদায়, এবং তা সম্ভবত সরকারি কোষাগারে জমা না দেবার প্রসঙ্গে।
জনাব,
আমি, তাওহীদুর রহমান ডিয়ার, প্রায়ই স্বপ্ন চেইনশপ হতে কেনা কাটা করি। বহুদিন হতে লক্ষ করে আসছি তারা Liquid Anti-septic Dettol এর মূল্য বেশি রাখে। যেমন গত নভেম্বর ২০১৫ ও মার্চ ২০১৬ তে ক্রয়ের সময় বোতলের গায়ে লেখা ছিল MRP (Including VAT) 40 BDT অর্থাৎ মূল্যের মধ্যেই VAT অন্তর্ভুক্ত, কিন্তু তারা রাখল ৪১ টাকা। গত পরশুদিন ১৯ মে ২০১৬ এই পণ্য-র মূল্যবৃদ্ধিতে হল MRP (Including VAT) 42 BDT কিন্তু তারা রাখল ৪৩ টাকা। অর্থাৎ সবসময়ই তারা অতিরিক্ত ১ টাকা রাখে VAT হিসাবে। এটা আইন পরিপন্থী, আমি ভুক্তভুগি। প্রতিবাদ করলে তারা বলে এটাই তাদের নিয়ম। প্রশ্নটা ১ টাকার নয়, প্রশ্নটা অনিয়মের। এভাবে বাংলাদেশে সারাজীবন চলতে পারে না, পরিবর্তন প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে এক হাজার ক্রেতার হতে যদি কমপক্ষে ১ টাকা ভ্যাটের নামে চুরি হয়,তবে মাসে একটি আউটলেটেই চুরি হয় তিরিশ হাজার টাকা।
আমার কাছে এর প্রমাণ রয়েছে, কারন রয়েছে ৩টা মানি রিসিপ্ট। অতএব, উপরি উল্লেখিত বর্ণনা অনুযায়ী আমি স্বপ্ন চেইনশপের বিরুদ্ধে অভিযোগ করছি, এবং তাদের বিরুদ্ধে যথাবিহিত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার
বাসা - [বাসার নম্বর], সড়ক - [সড়ক নম্বর], মহল্লা, ঢাকা
+8801***-******
[ইমেইল]
https://www.facebook.com/tawhidurrahmandear
প্রাপকঃ
মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
(চিঠির সাথে মানি রিসিপ্ট সংযুক্তও, এবং ইমেইল -এ তার স্ক্যান কপি)
অনুলিপিঃ (প্রাপক ও অনুলিপিপ্রাপ্ত-গনের মধ্যে জ্যেষ্ঠতা প্রযোজ্য নয়)
১. মূসক গোয়েন্দা
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর
গুলফেশাঁ প্লাজা (৯ম ও ১০ তলা), ৮, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক,
বড় মগবাজার, রমনা, ঢাকা-১২১৭।
http://vatintelligence.gov.bd
https://www.facebook.com/vatintelligencebd
(ফেসবুক মেসেজ ও ওয়েবসাইট এর যোগাযোগ সেকশনের মাধ্যমে; ফেসবুক মেসেজে মানি রিসিপ্ট এর স্ক্যান কপি সংযুক্ত)
২. Customs, Excise & VAT Commissionerate, Dhaka - North
House-6, Sonargaon & Janapath Road,
Sector-11, Uttora,
Dhaka-1230
https://www.facebook.com/dhakanorthvat
(ফেসবুক মেসেজ ও ইমেইলের মাধ্যমে; উভয় ক্ষেত্রে মানি রিসিপ্ট এর স্ক্যান কপি সংযুক্ত)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




