সবাই এটাই আশা করে যে "অন্যরা তার কথার দাম দিক , তাকে বুঝুক !"
সে যতই অপরাধ করুক কাছের মানুষগুলা যেন সাথে থাকে !
এটাই মানুষের চরিত্র !
কিন্তু এটা কেউ বুঝে না যে ;
"সে যার কাছ থেকে সমর্থন চাচ্ছে তাকেই সে সমর্থন করেনা" ...,
যাকে দোষারোপ করছে "তুমি আমাকে বুঝনা" বলে , তাকে সে নিজেই বুঝেনা !
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




