প্রতিদিন একই সমস্যা, একই ঘটনার পুনরাবৃত্তি - সকালে ১০টা ১১টার দিকে ল্যাপটপ অন করে প্রথম কাজ সামুতে ঢুঁ মারা, তারপর দুপুর ১২টার আগ পর্যন্ত সব ঠিকঠাক, যে-ই ১২টা পার হলো তারপর যেন সামুরও ১২টা বাজলো। আর লোড হয় না, টাইমআউট এরর। তারপর গভীর রাতে সাধারণত রাত ১২টার পর তার স্বাস্থ্য উদ্ধার হয়! আজ তো আরও দেরি ১:৩০ টার পর তার অভিমান ভেঙ্গেছে!
জিপির কানেকশন ব্যবহার করছি। এই সমস্যা নিয়ে এই পর্যন্ত ৪-৫ বার কাস্টমার কেয়ারের জোকারগুলার সাথে রসালাপের সৌভাগ্য অর্জন হয়েছে। প্রতিবার একই গৎবাঁধা বুলি "না স্যার, আমাদের এখান থেকে কোনো ওয়েবসাইট ব্লক করা হয় নি, আমরা অন্য কানেকশন যেমন ব্রডব্যান্ড দিয়েও টেস্ট করে দেখেছি, ঐ সাইটটা আসলেই লোড হয় না"। কিন্তু সমস্যা তো সামুকে নিয়ে না আরো অনেক সাইট আছে যারা সামুর মতন একই সমস্যা দেখাচ্ছে। ব্যাপারটা নিছক কাকতাল নাকি আসলেই সত্যি চেক করার জন্য সেই সাইটগুলা বুকমার্ক করে রেখেছিলাম। তারপর সামুর সাথে সাথে সেই সাইটগুলার ২-১টাও রিলোডের উপর রেখেছি। কিছুক্ষণ আগে সামু তার মুখ দেখালো। আর কি সুন্দর, সেই ভিনদেশি সাইটগুলাও সামুর লেজ ধরে লোড হওয়া শুরু করল, তাদের সাথে কিন্তু সামুর বাপ ভাই চৌদ্দগুষ্টির কোনো সম্পর্ক নাই!
এইদিকে নেটের স্পিড কিন্তু খারাপ না, প্রায় সবসময় ডাউনলোড চলে - হয় টরেন্ট নাইলে ডিরেক্ট। তারা তো কি সুন্দর ২০+ স্পিডে চলছে। তাইলে এই সাইটগুলার সমস্যা কোথায়? তারা কি সবাই একসাথে ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে? সামুর সাথে তো তাদের কোনো সম্পর্ক নাই, তাইলে তারাও কেন একই ধরনের সমস্যা দেখাচ্ছে?!?! এইটা কি কোনো ভাইরাস যা ডিজিটাল উপায়ে জিপির কানেকশন দিয়ে ঐসব সাইটে ছড়িয়ে পড়েছে? নিশ্চয় অনেক ব্লগার ভাই/বোন আছেন যারা জিপির কানেকশন ব্যবহার করেন, তাদের অভিজ্ঞতাও জানতে চাচ্ছি। শুধু কি আমার একারই লেজ কাটা পড়েছে নাকি আপনাদেরও লেজ কাটা গেছে? আর অন্যান্য সাইটগুলাতে তো কিছু দাবী করতে পারব না, কিন্তু সামুর কাছে জানতে চাচ্ছি - এই সমস্যাটা কেন হচ্ছে গত ৮-১০দিন ধরে? যেহেতু জিপি গলা ফাটাচ্ছে যে তারা নিষ্পাপ তাহলে আপনাদের কাছ থেকে কি কোনো উত্তর আশা করতে পারি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




