গত ১ঘন্টা ধরে ল্যাপটপে শালাবাবুর কিউবি মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি। ২৫৬কেবির মডেম...এক ঘন্টা ধরেই ননস্টপ ডাউনলোড আর ব্রাউজ করে গেলাম। নজর রেখে দেখলাম স্পিড কখনই ৩১-৩২ কেবি(বড় বি)-এর নিচে নামে না। একদম ধারাবাহিক, কোনো কমতি নাই। ভাইরে, একদম ফিদা হয়ে গেলাম। আর কিউবিতে নাকি কোনো লিমিট নাই, একদম স্কাইলিমিট, যত্তখুশি ডাউনলোড করা যাই
জিপির এজ পি-২ আনলিমিটেড ব্যবহার করছি সেই ২০০৬ এর নভেম্বর থেকে। গত ৩ বছর ধরে যাকে পাইসি তাকেই জ্ঞানদান করেছি জিপি ইউজ করার জন্য। যদিও জিপির মনোপলি পছন্দ করি না তারপরও জিপিকে ইন্টারনেটের জন্য ভালো লাগতো, ২৪ঘন্টা নিরবিচ্ছিন্ন কানেকশন, ঝড়-বৃষ্টি, ট্রেন-লঞ্চ সবসময়ই সব জায়গাতেই কানেকশন পেয়েছি। কিন্তু স্পিড? হ্যাঁ, এইখানে একটু আপত্তি ছিলো। স্পিড কখনও ২৪-২৫ আবার কখনও ৭-৮ আর মাঝেমাঝে কপাল খারাপ থাকলে ৩-৪ও বিচিত্র না। আর সাথে গোঁদের উপর নতুন বিষফোঁড়া ৫জিবি লিমিটেশন।
কিউবির স্পিড তো দেখছি ৩০এর নিচে নামছেই না, পেজলোডও দ্রুত হচ্ছে!! মন চাচ্ছে কিউবি নিয়ে ফেলি। কিন্তু ব্যক্তিগত কাজে মাঝেমাঝেই ৪-৫ দিনের ট্যুরে ঢাকার বাইরে যাওয়া লাগে। এই লম্বা সময়টা ইন্টারনেট ছাড়া কাটানো খুব কঠিন। শুধু ব্লগিং বা নরমাল ব্রাউজিং না; আমি অনলাইনে ফ্রিল্যান্সিংও করি, টুকটাক ওয়েব ডেভেলপমেন্টের কাজ আর কি। তাই ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখা লাগে নিয়মিত। এই সময় জিপি ভালো সাহায্য করে। এইক্ষেত্রে চিন্তা করছি, পি-২ টাকে ডাউনগ্রেড করে ১জিবির যে প্যাকেজ আছে সেইটা নিয়ে ফেলি, যাতে করে ঢাকার বাইরে ট্যুরের সময়গুলো কানেক্টেড থাকতে পারি। আর সাথে কিউবি ২৫৬ - ঢাকায় যতক্ষণ থাকবো শান্তিমতন ব্যবহারের জন্য। যদিও সবমিলিয়ে খরচ প্রায় ডবল হয়ে যাবে
আপনারা কি বলেন? আপনাদের ভিতর অনেক অভিজ্ঞ পুরনো কিউবি ব্যবহারকারী আছেন, তারা যদি এই স্পিড কতদিন একইরকম আছে বা থাকবে সেই ব্যাপারে একটু সাজেশন দেন তাহলে উপকৃত হতাম। আর সাথে সাথে ঢাকার বাইরে ব্যবহারের জন্য যে ১জিবি প্যাকেজ ব্যবহার করতে চাচ্ছি সেই ব্যাপারেও আপনাদের সাজেশন, মতামত চাচ্ছি। জিপিতে এখনও প্রায় ৯০০টাকা জমা আছে, এই টাকা শেষ হয়ে গেলেই ইনশআল্লাহ আঁই কিউবিতে জাম্প মারুম
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




