এই ব্লগের অনেক দিনের প্রায় িনয়মিত পাঠক হলেও লেখার জন্য আজকেই রেজিস্ট্রেশন করলাম। নতুন ব্লগের নীতিমালায় দেখলাম প্রথম লেখাটি মুল্যায়নের মাধ্যমে প্রথম পাতার প্রবেশাধিকার বিবেচনা করা হবে। তাই এই ব্লগে রেজিস্ট্রেশনের উদ্যেশ্ব সম্পর্কে কিছু কথা বলা জরুরী মনে করছি।
আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবনের মুল সত্য। এজন্যই আমাদের জীবনে এত জটিলতা এক কস্ট এত বেদনা। আমি বহুদিন ও রাত কাটিয়েছি সেই মহাসত্যের সন্ধানে। আমার বহু দিনের চিন্তাগুলি অন্যদের সাথে শেয়ার করতে চাই। আশা করা যায় সকলের সহযোগতা ও সম্মিলিত চেস্টায় আমরা আমাদের হারান সত্যকে পুনরুদ্ধার করতে পারব।
প্রথম পাতায় প্রবেশািধকার পাওয়ার পর আমার চিন্তার বিষয়গুলি ক্রমান্ময়ে প্রকাশের ইচ্ছা আছে। কিন্তু প্রথম পাতায় প্রবেশাধিকার পেতে কত দিন লাগবে কে জানে?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




