রাসুল(স.) এর বিখ্যাত একটা হাদীসের কথা আমরা সবাই জানি। তিনি বলেছেন শেষ জমানায় তাঁর উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে যার মধ্যে একটি দল থাকবে সঠিক পথে। এই হাদীসের প্রথম অংশের সত্যতা খুব পরিষ্কার ভাবে দেখতে পাই। আমরা উম্মতে মুহাম্মদি আজ ৭৩ই নয় বরং তার কয়েকগুন ভাগে বিভক্ত হয়ে আছি। কিন্তু দ্বিতীয় অংশ অনুযায়ী একটি দল থাকার কথা সঠিক পথে - সেই দল কোনটি? এটি একটি বিলিয়ন টাকার প্রশ্ন। যদি আপনি এইসব বিভক্ত অংশগুলোর মধ্য থেকে কোন একটিকে সঠিক বলেন তাহলে সেই অংশের লোকেরা আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু অন্য সবাই আপনার বিরুদ্ধে দাড়িয়ে যাবে। তাহলে সঠিক দল খুজে পাওয়ার উপায় কি?
একটা উপায় হচ্ছে এদের সবাইকে বাতিল করে দিয়ে কোরআন হাদীস থেকে নতুন করে সত্য উপস্থাপন করা এবং সেটাকেই সঠিক হিসেবে প্রচার করা। কিন্তু এই কাজটি ইতিমধ্যে বহুবার হয়েছে। নিকট অতীতেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এ'ধরনের কয়েকটি প্রচেস্টা আমরা দেখেছি। কিন্তু তাতে সমস্যা কমার চেয়ে বরং বেড়েছে। প্রথমত তার ফলে বিভক্ত দলের সংখ্যা আরো বেড়েছে। আর দ্বিতীয়ত এই কাজ দ্বারা রাসুল(স.) এর হাদীসের যে মর্মার্থ অর্থাৎ সবসময়ই 'একটি দল থাকবে সত্যপন্থি' সেটা অস্বীকার করা হয়েছে। কারণ যখন কেউ এসে বলে যে আমি যা বলছি তাই সঠিক এবং বর্তমানে যারা ইসলামের নামে বিভিন্ন দলের হয়ে কাজ করছে তারা সবাই ভুল তখন তার কথার অর্থ হয় যে এতদিন কোন সত্যপন্থি দল ছিল না, এখন থেকে নতুন করে একটি সত্যপন্থি দলের যাত্রা শুরু হচ্ছে। অথচ আল্লাহর রাসুল(স.) এর হাদীস সকল সময়ের জন্য সত্য। অর্থাৎ এই নতুন দলটির শুরুর পুর্বেও সত্যপন্থি দল থাকতে হবে। যদি তাই হয় তাহলে নতুন যে দলটি শুরু হল সেটি কি? নতুন তৈরী হওয়া প্রতিটি দলই কি তবে মিথ্যাপন্থি? যদি তাই হয় তাহলে আবার বলতে হবে সবগুলো দলই মিথ্যাপন্থি, কারণ অতীতের কোন না কোন সময়ে তাদেরও যাত্রা শুরু হয়েছিল নতুন দল হিসেবে। তাহলে সত্যপন্থি দল খুজে পাবার উপায় কি?
এ'ধরনের আরো বহু গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে তৈরী হয়েছে মহাসত্যের পরিচয় ওয়েব সাইট। বিস্তারিত জানতে সাইটে ভ্রমন করুন ও নিবন্ধিত হয়ে সবগুলি অধ্যায় গুরুত্বের সাথে পড়ুন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




