
ছবি# ১। ধুলোয় ধুসরিত আকাশ
আমাদের ঢাকা শহরে এক সময় বেশ পরিস্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যেতো। কখনো কখনো সৌভাগ্যক্রমে যদি ঢাকায় খুব ভালো বৃষ্টি হয় এখনও পরিস্কার আকাশ দেখা যায়। রাজধানী ঢাকা শহরের আকাশের কেনো এই অবস্থা হয়েছে তা হয়তো দেখার বা ভাবার লোক নেই বা হয়তো ঢাকাবাসী আকাশ দেখার তেমন সময় বের করে উঠতে পারেন না।
আমি মাঝে মাঝে বা প্রায় সব সময় আকাশ দেখার সুযোগ পাই, সত্যি বলতে আকাশ দেখে মন খারাপ লাগে। মনে হয় ঢাকা শহরের আকাশ সব সময় মেঘাচ্ছন্ন হয়ে আছে। আসলে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন নয় ধুলোয় ধুসরিত আকাশ। হয়তো কোনো একদিন কেউ না কেউ এই দেশে জন্ম নেবেন, যিনি দেশের আকাশ বাতাস মাটি পানি নিয়ে চিন্তা করবেন, দেশ নিয়ে চিন্তা করবেন। দেশের মাটির জন্য কাজ করবেন। ধুলোয় ধুসরিত আকাশ পরিস্কার করার জন্য কাজ করবেন। সত্যি সত্যি ঢাকার আকাশ দেখে মন খারাপ লাগে, ঢাকার আকাশ মাত্র এক যুগ আগেও হয়তো এতো নোংরা ছিলো না।

ছবি# ২। আকাশ দেখে মনে হতে পারে মেঘে ঢাকা আকাশ।

ছবি# ৩। কিছু নীল আকাশ দেখা যাচ্ছে।
ছবি: by cell phone - samsung J7
বিশেষ দ্রষ্টব্য: “ঢাকা শহরের আকাশ (ছবি ব্লগ)” লেখাটি আমার ব্যক্তিগত চিন্তা থেকে অতি সাধারণ ও সামান্য একটি লেখা মাত্র। এটি সামহোয়্যারইন ব্লগের লেখা প্রতিযোগিতার জন্য নয়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




