
আমাদের সময়ে বাংলা ২য় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণে বেশ কিছু ভাব সম্প্রসারণ ছিলো যা সম্ভবত ছাত্র ছাত্রী, কর্মজীবী, ব্যবসায়ী এবং সমাজ সংসার পরিবেশ দেশ সহ সমগ্র বিশ্বের জন্য আজও কার্যকরী। এই ভাব সম্প্রসারণের মাঝে অন্যতম একটি ছিলো “অল্প বিদ্যা ভয়ংকরী”। আমার সঠিক জানা নেই বর্তমান প্রজন্মের জন্য বাংলা পাঠ্য বইয়ে এই ভাব সম্প্রসারণ গুলো এখনও আছে নাকি নেই।
ব্যক্তিগত ভাবে আমার মনে হয় অল্পবিদ্যা থাকাটাও হয়তো তেমন সমস্যা না। সমস্যা হচ্ছে অল্পবিদ্যা নিয়ে সমাজের মানুষকে বেশি বেশি বুঝতে চাওয়া, সমাজ সংসার বেশি বেশি বুঝতে চাওয়া। পরিবেশ দেশকে বেশি বেশি বুঝতে চাওয়া। ধর্ম ও রাজনীতি বেশি বেশি বুঝতে চাওয়া। সৃষ্টি রহস্য বেশি বেশি বুঝতে চাওয়া - এবং বোঝাতে চাওয়া। অর্থাৎ সবকিছুতেই অতিরিক্ত অতিরিক্ত বুঝতে চাওয়া ও বোঝাতে চাওয়া। যারপরনােই অতিরিক্ত পেঁকে গেলে তার পরের ধাপ পঁচে যেতে হয়।
নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েকে দেখেছি খুব অল্প বয়সে প্রেম ভালোবাসা সহ নারী পুরুষের সকল প্রকার সম্পর্ক এরা ঠোটস্থ, মুখস্থ করে বসে আসে আছে। এমনকি বাস্তব অভিজ্ঞতাও অর্জন করে নিয়েছে। যার কারণে, তাদের জন্য যে কি অপেক্ষা করছে একমাত্র ভবিষ্যতই জানে!
পরিশিষ্ট: অল্প বিদ্যা ভয়ংকরী তথা অল্প বয়সে অল্প বিদ্যা ও অল্প জ্ঞান নিয়ে বেশি বেশি বুঝতে চাওয়া এবং বেশি বেশি বোঝাতে চাওয়া বিপজ্জনক। নিজের জন্য, সমাজ সংসারের জন্য এবং দেশের জন্যও।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


