
বাংলাদেশি যে যেইখানে আছেন গ্রামে গঞ্জে দেশে বিদেশে - “হয়তো বাংলাদেশের চিকিৎসক তথা বাংলাদেশের ডাক্তারদের প্রফেশন সম্পর্কে কমবেশি মোটমোটি একটি ধারণা পেয়েছেন”। সেই ধারণাটি কেমন অর্থাৎ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন? পেশা হিসেবে দেশের চিকিৎসক সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি ভালো নাকি মন্দ?
১। সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের কর্মঘন্টা অথবা ডিউটি আওয়ার সময়টুকু কতো? সরকারি চাকরির কর্মঘন্টা সময় কতো?
২। যারা আর্থিক ভাবে সক্ষম তারাই দেশের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং বিদেশে চিকিৎসা নিচ্ছেন - কারণ কি বিলাসিতা নাকি সত্যি সত্যি চিকিৎসা নিচ্ছেন? - যদি সত্যি সত্যি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে এর কারণ কি? দেশের চিকিৎসক অদক্ষ / ব্যবহার খারাপ / অতিরিক্ত ফি নিচ্ছেন / সরকারি হাসপাতালে চাকরি করে বেসরকারি হাসপাতালে, ক্লিনিকে চাকরি করছেন / ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়ে ঔষধ বিক্রি বাট্টা করছেন / ডায়াগনস্টিক সেন্টারের কমিশনিং এজেন্ট হিসেবে কাজ করছেন?
৩। বাংলাদেশের ডাক্তারগণ কি সকলের জন্য সমান সেবা প্রদানে কাজ করেন নাকি বর্ণবাদ দোষে দুষ্ট? ডাক্তারদের আচরণে আপনার কি কখনও মনে হয়েছে - রোগীর চিকিৎসার পূর্বে ডাক্তারের নিজের চিকিৎসা প্রয়োজন! অথবা ডাক্তারের পড়ালেখা দেশের ও দেশের জনগণের টাকার মারাত্বকভাবে অপব্যয় হয়েছে?
অনুরোধ: সবাই এক নন / ভালো মন্দে দুনিয়া / ভালো ডাক্তার আছেন মন্দ ডাক্তারও আছেন - অনুগ্রহ করে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। আশা করছি প্রশ্নগুলো বিবেক বিবেচনা করবেন, বিবেচনা করে নিজ নিজ অবস্থান থেকে মাত্র তিনটি প্রশ্নের অথবা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন। আপনাদের উত্তর পেলে দেশের চিকিৎসক নিয়ে আরও লিখতে চেষ্টা করবো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


