
আজকের আলোচনার বিষয়বস্তু - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? জাতি ধর্ম বর্ণ, পেশা, ব্যবহার, সামাজিকতা তথা সার্বিকভাবে পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন। ব্লগে পাকিস্তান বিরোধী লোক আছেন। ব্লগে ভারত বিরোধী লোক আছেন। আবার ব্লগে পাকিস্তান প্রেমী আছেন, ভারত প্রেমী আছেন। সমস্যা হচ্ছে ব্লগে প্রবাসী বিশেষ করে আরব দেশে কর্মরত বেশ কয়েকজন ব্লগার থাকার কথা। তারা ব্লগে কখনও লিখেছেন বলে মনে পড়ছে না -
১। ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে ভারতের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?
২। পাকিস্তানের নাগরিক, মানুষ হিসেবে কেমন? প্রবাসে পাকিস্তানের লোকজনের সাথে কাজকর্ম করে দিনকাল কেমন যাচ্ছে?
প্রবাসী বাংলাদেশি যদি ব্লগে তাদের নিজ নিজ বাস্তব অভিজ্ঞতা লিখতেন, তাহলে ব্লগে দিনের পর দিন ভারত পাকিস্তান নিয়ে যে কলহ! তা হয়তো কিছুটা হলেও কমে আসার কথা ছিলো।
বিশেষ দ্রষ্টব্য: -
বাজার সাজার করার সময় যদি বিক্রেতা ক্রেতাকে একবার বলেন “আমার ক্রয় মূল্য ৩০ টাকা! তাহলে আর দর-দাম করার ব্যবস্থা থাকে না, কথা বলারও কোনো ব্যবস্থা থাকে না, থাকা উচিতও না। অর্থাৎ ক্রেতা ৪০ টাকা দিয়ে পণ্য ক্রয় করবেন, অথবা অন্যত্র যাবেন। ঠিক তেমনই ব্লগে কিছু উল্লেখযোগ্য মন্তব্য আছে: -
১। গঠনমূলক মন্তব্য করুন - অর্থাৎ আমি যা বলেছি তা মেনে নিন। (এটি একটি ভুল চিন্তা)
২। প্রাসঙ্গিক মন্তব্য করুন - (এটিও একটি ভুল চিন্তা) যে কোনো আলোচনায় প্রসঙ্গের বাইরে দূর দূর থেকে উদাহরণ হতে পারে। তাই প্রাসঙ্গিক মন্তব্য হতে হবে এটি জরুরী না।
আর তাই গোলটেবিল আলোচনার জন্য বহু পুরাতন ছবি বেছে নিয়েছি। যে যেমন ইচ্ছে মন্তব্য করতে পারেন, শুধু গালাগালী বাদ দিয়ে। বাদবাকি প্রয়োজনে আমি জাদিদ সাহেব থেকে স্পেশাল পারমিশান নিয়ে নিবো। কথা দিচ্ছি, ক্রস লাইন না হলে কেউ ব্যান ফ্যান হবেন না।
আশা করছি এখন থেকে প্রতি মাসে সমসাময়িক বিষয়ে একটি গোল টেবিল আলোচনার ব্যবস্থা করতে পারবো। আজকের গোলটেবিল আলোচনার শির্ষক বিষয়: - পাকিস্তান ও ভারতের নাগরিক, মানুষ হিসেবে কেমন?
ছবি সূত্র: Dives and Lazarus - 1680
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


