
সৈয়দ মুজতবা আলী সাহেবের রসগোল্লা গল্পের চরিত্র ঝান্ডুদা নানান দেশে কাজে কর্মে দৌড়াতেন। তিনি ইউরোপে কোনো কাজে যাচ্ছিলেন, যাত্রাপথে লন্ডনে তাঁর বন্ধুর মেয়ের জন্য রসগোল্লা দিয়ে যাবেন, ইতালির ভেনিস বন্দর থেকে গল্পের শুরু। আমিও প্রবাসে যাত্রাকালে আত্মীয় পরিজনের জন্য সামান্য কিছু নিয়ে যাই। মিষ্টি, সিজনাল টক ফল আর শুটকি। অতি সামান্য এই খাবারে প্রবাসে থাকা আত্মীয় পরিজন কতোটা খুশি হোন সেই চিত্র লিখে বলে বুঝানো অসম্ভব। আমি সেই অসম্ভব চিত্র দেখি, আমার দেখতে অনেক অনেক ভালো লাগে। ঢাকা বিমান বন্দরে প্রতিদিন বহু মানুষের ভিড় দেখা যায়। এই ভিরের মাঝে আমি আত্মীয় পরিজনের চোখে অশ্রু সজল ভালোবাসা দেখতে পাই। প্রিয়জন সব সময়েই প্রিয়জন। মাতা পিতা, ছেলে মেয়ে স্ত্রী, ভাইবোন যতোদূরেই থাকুন এরা সব সময় থাকেন মনের গহীনে। স্নেহ মায়া মমতায় আর ভালোবাসায়।
আমি আমার জীবনে কখনো কোথাও বেড়াতে যাইনি, আর তাই হয়তো বেড়ানোর মতো ভ্রমণ গল্প আমার জানা নেই। যেইখানেই গিয়েছি কাজের বিনিময়ে খাদ্য পরিক্রমা আমার সব সময়ের সঙ্গী হয়েছে। সামহোয়্যারইন ব্লগ হতে ছুটি নিচ্ছি। আবার হয়তো গল্প হবে কোনো এক সন্ধ্যায়, হয়তো রাত বিরাতে, হয়তো কোনো বৃষ্টিমুখর দিনে, অথবা তপ্ত কোনো দুপুরে এই সামহোয়্যারইন ব্লগে। ততো দিনের জন্য ছুটি নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা - কলাবাগান, শ্রাবণধারা, মাথা পাগলা, নিমো, আহমেদ জী এস, জুল ভার্ন, ডঃ এম এ আলী, কামাল১৮, খায়রুল আহসান, শাহ আজিজ, রাজীব নুর, ক্লোন রাফা, আরইউ, রূপক বিধৌত সাধু, আমি নই, অন্তরন্তর, অনিকেত বৈরাগী তূর্য্য, স্বপ্নের শঙ্খচিল, মাহমুদুর রহমান সুজন, বিষাদ সময়, নীলসাধু, লোকমানুষ, ডার্ক ম্যান, জনারণ্যে একজন, কালো যাদুকর, গেঁয়ো ভূত, নীল আকাশ, সত্যপথিক শাইয়্যান, বিজন রয়, জ্যাক স্মিথ, খাঁজা বাবা, শোভন শামস, আলমগীর সরকার লিটন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আঁধারের যুবরাজ, অপলক, দি এমপেরর, প্রবাসীকালো, সেলিম আনোয়ার, মরুভূমির জলদস্যু, দারাশিকো, রবিন.হুড, মোহাম্মদ কামরুজজামান, রানার ব্লগ, মোগল সম্রাট, এমজেডএফ, কাছের-মানুষ, জুনায়েদ বি রাহমান, রিনকু১৯৭৭, ইফতেখার ভূইয়া, নতুন, জহিরুল ইসলাম সেতু, রেজাউল করিম ফকির, অনল চৌধুরী, অগ্নি সারথি, রক বেনন, এম টি উল্লাহ, স্বামী বিশুদ্ধানন্দ, মোহাম্মাদ আব্দুলহাক, সাসুম, অগ্নিবাবা, প্রামানিক, গিয়াস উদ্দিন লিটন, হাসান মাহবুব, নূর আলম হিরণ, চাঁদগাজী, কাল্পনিক ভালোবাসা, জাদিদ।
শুভ কামনা - শায়মা, সোহানী, জুন, সামরিন হক, এইচ এন নার্গিস, ওমেরা, মেঘনা, সামিয়া, মুক্তানীল, রোকসানা লেইস, মনিরা সুলতানা, কাজী ফাতেমা ছবি।
শুভ কামনা - সৈয়দা গুলশান ফেরদৌস জানা, আরিল্ড ক্লোক্কেরহৌগ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


