দেশের বিভিন্ন বিষয়ে কথা বলছি, সমর্থন/অসমর্থন দিছি, আজ অনেকদিন পর ঠান্ডা মাথায় ভেবে দেখলাম Recent ব্যাপারগুলিতে আমার কোন সমর্থন কি ভুল ছিল? সেইগুলোই এই পোস্টে লিখলাম।
১/ শাহবাগ এর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও তার দ্রুত কার্যকর। - আমি একমত। কবরে কুত্তাদের এক পা Already আছে দ্রুত কার্যকর না করলে আর কার্যকর করা লাগবে না।
২/ জামাত নিষিদ্ধ করা - একমত। কারণ তারা প্রতিষ্ঠানিক ভাবেই মুক্তিযুদ্ধের সময় বিরোধী ছিল।
৩/ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ - আমি ব্যক্তিগত ভাবে চাই, কিন্তু এই আন্দোলন এর সাথে অপ্রাসঙ্গিক এবং ৯০% মুসলিম এর দেশে আমি চাওয়ার কে?
৪/ সকল প্রকার জামাত চালিত প্রতিষ্ঠান নিষিদ্ধকরণ - একমত না। এর সাথে অনেক অরাজনৈতিক মানুষ ও দেশের অর্থনীতি জড়িত।
৫/ রাজীব এর ব্যাপারে দুই পক্ষেরই বাড়াবাড়ি - একমত না। অযৌক্তিক ধর্মদ্রোহীদের যেমন এত বেশি সম্মান দেয়া উচিত না, তেমনি একটা মহৎ আন্দোলনের কর্মী হিসাবে যোগ্য সম্মান দেয়া উচিত।
৬/ ধর্মবিদ্বেষী/বিদ্বেষী কথা বলা/লেখা এর শাস্তি - দ্বিমত। কেউ যদি অযৌক্তিক ধর্মবিদ্বেষী/বিদ্বেষী কথা বলে তার শাস্তি হওয়া উচিত কিন্তু সেইটা মৃত্যুদন্ড/যাবৎজীবন এর মত এত গুরুদন্ড না, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে যৌক্তিক কিন্তু ধর্মবিদ্বেষী কিছু বলে বা লিখে তাইলে তার শাস্তি হওয়া উচিত না। "Feedom of Expression is Freedom of Reasonable Insult"
৭/ শাহবাগ আন্দোলনে রাজনীতির হাত আছে - অবশ্যই আছে। তাতে আমার কিছু আসে-যায় না। আমি ওই ধরনের মানুষ না যে একটা খুনি ধর্মান্তরিত হয়ে আমার ধর্মে এলে আমি ধর্ম ত্যাগ করবো। যতক্ষণ পর্যন্ত দাবি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি। এমন না যে সব দাবি তে একমত কিন্তু সবথেকে বড় দাবিটাতে তো একমত। আমি যখন কোন Side Choose করি অন্ধভাবে করি না। নিজের Side এর Right-Wrong আলাদা করতে না পারলে কিসের শিক্ষিত?
৮/ হেফাজতে ইসলাম সম্পর্কে ধারণা - সম্পূর্ণ ভাবে দ্বিমত। ১৩ টা দাবির একটাও যৌক্তিক না। অশিক্ষিত, ধর্মান্ধ মানুষের দাবি। বয়স একদম কম হলে হয়ত এদের নিয়ে হাসি ঠাট্টা করতাম কিন্তু সেই অধিকার আমার নাই। এর জন্য রাষ্ট্র দায়ী। I feel Sorry for Them, They need a proper guideline. তাদের মত বিবেকান্ধ মানুষ আমাদের দেশে অনেক। আমি অনেকদিন আগে একটা Status দিয়েছিলাম - "অশিক্ষিত মুর্খদের নিয়ে আমার কোন মাথাব্যথা নাই, সমস্যা শিক্ষিত মুর্খদের নিয়ে। এরা নিজে নষ্ট সমাজ এর জন্য ক্ষতিকর ..." কথাটা partially ঠিক আছে কিন্তু হেফাজতে ইসলাম দেখার পরে Status এর প্রথমাংশটা Lame লাগছে।
৯/ ৪ জন ব্লগারদের গ্রেফতার - দ্বিমত। তাদের লেখা আমি পরেছি তাদেরকে গ্রেফতার কোন কারণ দেখি না। অযৌক্তিক কোন বিদ্বেষী লেখা দেখি নাই। রাজীব বেচে থাকলে তাকে গ্রেফতার করলে সেটা ঠিক ছিল কিন্তু এদেরকে গ্রেফতার করা Unethical।
১০/ মাহমুদুর রহমান কে গ্রেফতার - দ্বিমত। আমি একমত যে অযৌক্তিক ধর্মবিদ্বেষী/বিদ্বেষী লেখার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু সে এইটা নিজে লিখে নাই প্রকাশ করছে। এই উস্কানিমূলক সংবাদের জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কারণে যথাযথ আইনের মাধ্যমে প্রথমে সতর্ক করা ও পরে সংশোধন না হলে আমারদেশ সংবাদপত্র বন্ধ করে দেয়া উচিত।
১১/ Youtube বন্ধের ব্যাপারে - দ্বিমত। এইটা আমাদের দেশের কেউ আপলোড করে নাই অথবা বানায়নি। যদিও ফালতু ভিডিও ছিল। খুব বেশি হইলে স্পেসিফিক ভিডিও লিংক গুলো ব্লক করে দিতে পারতো। Youtube এ তো ধর্মীয় অনেক কিছুই আছে আর এটা অনেক দরকারী WebSite.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




