ইউনিকোড এ বাংলা লেখার জন্য আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সফ্টওয়্যার অভ্র। আমি নিজেও অভ্র কীবোর্ড অনেক পছন্দ করি,
কিন্তু অভ্র ছাড়াও পৃথিবীর দুইটি টেক জায়ান্ট এর বাংলা লেখার নিজস্স সফ্টওয়্যার আছে , আজ আপনাদের সেসব সফটওয়্যার এর সাথে পরিচিত করে দেব।
তার আগে এই টুল গুলোর প্রয়োজনীয়তা তুলে ধরি,
ডেস্কটপ পরিবেশে বাংলা লেখার ক্ষেত্রে অভ্র এর বিকল্প নেই, তবে এই টুল গুলো অনেক বেশী ট্রান্সলিটারেটিক, অর্থাৎ আমরা যেভাবে ইংরেজিতে বাংলা শব্দ গুলো লেখার চেষ্টা করি( ওয়েবচ্যট / এসএমএস এ ) সেই ষ্টাইল এই সফটয়ার গুলো অনেক বেশী ফলো করে, যারা এভাবে লিখতে বেশি অভ্যস্ত , তাদের জন্য টুল গুলো অনেক কাজের হতে পারে।
আর এই টুল গুলো সবচেয়ে বেশী প্রয়োজন, ওয়েব ডেভেলপার দের,
কারন, নিজের সাইটে সয়ংসম্পুন্ন বাংলা লেখার ব্যবস্থা করার জন্য এই টুল গুলোর ইম্বেড সিস্টেম রয়েছে এবং এগুলো আসলেই অনেক সহজ। আর হ্যা বাংলার পাশাপাশি অন্য দেশের অনেক গুলো ভাষার জন্যো এই টুল গুলো আছে।
এবার আসুন টুল গুলো সম্পর্কে জানিঃ
১।মাইক্রোসফ্ট ইন্ডিক ল্যঙ্গুয়েজ ইনপুট টুল :
টেক জায়ান্ট মাইক্রোসফট এর এই টুল টি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যায়। ডাউনলোড লিঙ্ক ।
আবার আপনি চাইলে ইন্সটল করা ছাড়াও ব্রাউজার ভার্শন চালাতে পারেন, এক্ষেত্রে আপনি যেকোন ওয়েবসাইটে বাংলা লিখতে পারবেন। ব্রাউজার ভার্শনের লিঙ্ক ।
আর ওয়েব ডেভেলপাররা নিজেদের সাইটে এই টুল ইম্বেড করতে চাইলে এইখানে ক্লিক করেন। বাকী ইন্সট্রাকশন দেয়া আছে। দুটোর মধ্যে এইটা ইম্বেড করা বেশী সহজ।
গুগল ট্রান্সলিটারেশনঃ
এটা গুগলের টুল। আগে শুধু ওয়েব ভার্শন ছিল এখন ডেস্কটপ ভার্শন ডাউনলোড করা যায়। ডাউনলোড লিঙ্ক ।
আর ওয়েবসাইটে ইম্বেড করতে চাইলে একটু ঝামেলা আছে, এপিয়াই কি সংগ্রহ করতে হয়। তবে এটার অপশন তুলনামুলক ভাবে বেশি, তাই এই বিষয়ে এডভান্সড কিছু করতে চাইলে গুগলের টুল ব্যবহার করাই ভালো।
ইম্বেড করার সকল তথ্য পেতে এখানে ক্লিকান
কিভাবে বাংলা লিখবেনঃ
এই দুটি টুল একই ভাবে কাজ করে,ইন্সটন করার পর ষ্টার্ট মেনু বা ডেস্কটপে কোন আইকন পাবেন না। কারন এই টুল দুটো কোন ষ্ট্যান্ডেলোন প্রোগ্রাম না, বরং, আইএমই এই টুল দিয়ে বাংলা লিখতে ডিফল্ট শর্টকাটঃ বামের অল্টার+ শিফট(Left Alt+Shift) এই দুটি টুলের সাথে কোন ফন্ট দেয়া আছে কিনা সেটা সম্পর্কে আমি নিশ্চিত না। তাই চাইলে ওমিক্রনল্যব এর সাইট থেকে কিছু ফন্ট নামিয়ে নিতে পারেন।
শেষ কথা,
আমি পার্সোনালি অভ্র ব্যবহার করি, এই টুল দুটো ইন্সটল করা আছে কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না।তবে আমার সাইটে বাংলা লেখার জন্য মাইক্রোসফট এর টুল ইম্বেড করা আছে।
ব্লগের ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ভবিষ্যতে ওয়েবসাইটে বাংলা লেখার পদ্ধতি ইম্বেড করা নিয়ে একটা পোষ্ট দিব, যদি এই পোষ্ট আপনাদের ভাল লাগে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



