"হে ঈমানদাগন! এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্নায়ক শরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানী কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলকাম হবে।
শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরন ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ্ ও তাঁর রাসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো, তাহলে জেনে রাখো, আমার রাসুলের প্রতি শুধু মাত্র সুস্পষ্টরূপে নির্দেশ পৌঁছিয়ে দেয়ারই দায়িত্ব ছিল।
যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেজন্য তাদেরকে কোন জবাবদিহি করতে হবে না, তবে এ জন্য শর্ত হচ্ছে, তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে, এবং আল্লাহর যেসকল হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহভীতি সহকারে সদাচরন অবলম্বন করতে হবে। আল্লাহ্ সদাচারীকে ভালোবাসেন।"
সূরাঃ মা'য়েদাহ, আয়াতঃ ৯০-৯৩
---------------------------------------------------------------------------
ইসলামী সমাজ-ব্যবস্থা দাবীর আন্দোলনে যোগ দিন। লাইক দিন এই পেইজে ও শেয়ার করুনঃ
মৌলবাদ নয়, ইসলামী সমাজ-ব্যবস্থা চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



